নয়াদিল্লি, 19 অগস্ট:দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 11টি জায়গায় পুরুষদের থেকে নারীদের যৌন সঙ্গীর সংখ্যা বেশি । এমনটাই দাবি এনএফএইচএস-এর । পাশাপাশি সমীক্ষায় আরও বলা হয়েছে, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ নন এমন মানুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নারীদের চেয়ে অনেকটা এগিয়ে পুরুষরা (NFHS reveals that women have more than one Sex Partner in some State and UTs) । অন্যদিকে স্ত্রী বা লিভিং পার্টনার নন এমন মহিলাদের সঙ্গে পুরুষদের যৌন সম্পর্ক স্থাপনের হার 4 শতাংশ (National Family Health Survey)। মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক গড়ার হার 0.5 শতাংশ ।
Fifth National Family Health Survey দেশের এই 11টি জায়গায় নারীদের একাধিক পুরুষ সঙ্গী আছে - Fifth National Family Health Survey
তালিকায় যেমন রাজস্থান থেকে শুরু করে তামিলনাড়ু বা মধ্যপ্রদেশের মতো রাজ্য আছে তেমনি আছে লক্ষাদ্বীপ বা পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চল (NFHS reveals that women have more than one Sex Partner in some State and UTs)।
এই ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভের আওতায় ছিলেন প্রায় এক লাখ নারী ও পুরুষ । তাঁদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে রাজস্থান, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, অসম, কেরল, লক্ষাদ্বীপ, পুদুচেরি এবং তামিলনাড়ুতে নারীদের একের চেয়ে বেশি যৌন সঙ্গী আছে । রাজস্থানের ক্ষেত্রে সংখ্যাটা 3.1 । এর কাছাকাছি নেই অন্য কোনও রাজ্য । সেখানে পুরুষদের গড় 1.8 । তবে দু'বছরের মধ্যে আলাদা আলাদা করে 12টি মাস ধরে চলা এই সমীক্ষায় দেখা গিয়েছে কোনওভাবেই আত্মীয় নন এমন মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পুরুষদের গড় 4 শতাংশ ।
এটি ছিল পঞ্চম ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে (Fifth National Family Health Survey )। 2019 সালে শুরু হওয়া এই সমীক্ষা শেষ হয় 2021 সালে । এই সময়কালের মধ্যে দেশের 28টি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চলে এই সমীক্ষা । সেই সমীক্ষাতেই উঠে এলো এমন চাঞ্চল্যকর তথ্য ।