পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CJI Ramana: অগস্টেই অবসর দেশের প্রধান বিচারপতি রামানার, বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায়দানের অপেক্ষা - CAA

এ মাসের শেষেই অবসর নেবেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (CJI NV Ramana) ৷ এখনও তাঁর হাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা, যেগুলির রায়দান এখনও বাকি ৷

few-days-left-in-office-for-cji-ramana-some-important-cases-await-decision
CJI Ramana: অগস্টেই অবসর দেশের প্রধান বিচারপতি রামানার, বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায়দানের অপেক্ষা

By

Published : Aug 8, 2022, 9:05 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট : আর মাত্র কয়েকদিন ৷ তার পরই অবসর নেবেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI NV Ramana) ৷ কিন্তু এখনও তাঁর হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মামলা ৷

কী কী মামলা রয়েছে তাঁর হাতে, দেখে নেওয়া যাক একনজরে -

  • মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি (Maharastra Political Crisis) নিয়ে একটি মামলার শুনানি হচ্ছে তাঁর এজলাসে ৷
  • পেগাসাস প্যানেলের (Pegasus Panel) একটি মামলা নিয়েও তাঁর এজলাসে মামলা চলছে ৷
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছিল পঞ্জাবে ৷ সেই নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয় মামলা ৷ সেই মামলার শুনানিও চলছে প্রধান বিচারপতির এজলাসে ৷
  • মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের একটি মামলা, যে মামলায় অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে কাউন্সেল পদ থেকে সরানোর আবেদন করা হয়েছে ৷ ওই মামলাও তাঁর এজলাসে শুনানি চলছে ৷
  • কর্নাটক হাইকোর্ট প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে হিজাবে নিষেধাজ্ঞা জারি করেছিল (Hijab Ban Row) ৷ তার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা ৷ সেই আবেদনের প্রেক্ষিতে একটি বেঞ্চ তৈরি নিয়ে শুনানি চলছে তাঁর এজলাসে ৷
  • সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে মামলার শুনানি করছেন তিনি ৷
  • তাঁর এজলাসেই শুনানি চলছে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা বাতিলের দাবিতে মামলার (Abrogation Article 370) ৷

আগামী 26 অগস্ট এন ভি রামানা অবসর নেবেন ৷ তিনি 2021-এর 24 এপ্রিল দেশের প্রধান বিচারপতির পদে বসেছিলেন ৷ এই পদে তিনি কাজ করলেন প্রায় এক বছর চার মাস ৷ তিনি দেশের 48 তম প্রধান বিচারপতি ৷ তাঁর আগে দেশের প্রধান বিচারপতি ছিলেন এস এ বোবদে৷ রামানার পর ওই পদে বসতে পারেন বিচারপতি ইউ ইউ ললিত ৷

আরও পড়ুন :বিচারের পথ সামাজিক মুক্তির অন্যতম উপায়, মন্তব্য প্রধান বিচারপতির

ABOUT THE AUTHOR

...view details