নয়াদিল্লি, 8 অগস্ট : আর মাত্র কয়েকদিন ৷ তার পরই অবসর নেবেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (CJI NV Ramana) ৷ কিন্তু এখনও তাঁর হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মামলা ৷
কী কী মামলা রয়েছে তাঁর হাতে, দেখে নেওয়া যাক একনজরে -
- মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি (Maharastra Political Crisis) নিয়ে একটি মামলার শুনানি হচ্ছে তাঁর এজলাসে ৷
- পেগাসাস প্যানেলের (Pegasus Panel) একটি মামলা নিয়েও তাঁর এজলাসে মামলা চলছে ৷
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছিল পঞ্জাবে ৷ সেই নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয় মামলা ৷ সেই মামলার শুনানিও চলছে প্রধান বিচারপতির এজলাসে ৷
- মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের একটি মামলা, যে মামলায় অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে কাউন্সেল পদ থেকে সরানোর আবেদন করা হয়েছে ৷ ওই মামলাও তাঁর এজলাসে শুনানি চলছে ৷
- কর্নাটক হাইকোর্ট প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে হিজাবে নিষেধাজ্ঞা জারি করেছিল (Hijab Ban Row) ৷ তার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা ৷ সেই আবেদনের প্রেক্ষিতে একটি বেঞ্চ তৈরি নিয়ে শুনানি চলছে তাঁর এজলাসে ৷
- সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে মামলার শুনানি করছেন তিনি ৷
- তাঁর এজলাসেই শুনানি চলছে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 ধারা বাতিলের দাবিতে মামলার (Abrogation Article 370) ৷