নয়াদিল্লি, 2 অক্টোবর:উৎসবের মরশুম পড়তেই রেকর্ড পরিমাণ বাড়ল গাড়ি বিক্রি ৷ চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভারতে গাড়ি বিক্রি হয়েছে 3 লক্ষ 36 হাজার 733 ইউনিট ৷ অগস্ট মাসেই এই গাড়ি বিক্রির পরিমাণ ছিল 3 লক্ষ 60 হাজার 700 হাজার ৷ উৎসবের মরশুম শুরু হওয়াতেই এই গাড়ি বিক্রির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমনই জানানো হয়েছে বিক্রিকারী সংস্থার পক্ষ থেকে ৷
এই প্রসঙ্গেই মারুতি সুজুকি ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং এবং সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, " বিগত বছর গুলো থেকে এই বছর সেপ্টম্বর মাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে ৷ যা ইতিহাসে প্রথম ৷ এই মাস থেকে উৎসবের মরশুম শুরু হয় ৷ যা বেশি গাড়ি বিক্রির অন্যতম কারণ ৷ 14 অক্টোবর থেকে পুরো দমে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম ৷ তখন আরও বৃদ্ধি পাবে এই বিক্রি ৷" তিনি আরও জানান,পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলিতে সেপ্টেম্বর মাসে থেকে উৎসবের মরশুম শুরু হয়ে যায় ৷ যাই এই অংশে গাড়ি বিক্রি বৃদ্ধির অন্যতম কারণ ৷ গত মাসেই মারুতি সুজুকি, হুন্ডাই এবং টয়োটা সবচেয়ে বেশি গাড়ি সরবরাহ করেছে ডিলারদের ৷
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রকাশিত গাড়ি বিক্রির তথ্য সংক্রান্ত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই স্পোটর্স মডেলের (এসইউভি) বিক্রি হয়েছে 41 হাজার 267 ইউনিট ৷ যা 2022 সালে ছিল 34 হাজার 262 ইউনিট ৷ গত বছরের তুলনায় 20 শতাংশ বেশি ৷ এপ্রিল থেকে সেপ্টম্বর মাস পর্যন্ত পাইকারি গাড়ি বিক্রির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ৷ উল্লেখ্য, নয় মাসে এই বিপুল পরিামাণ গাড়ি বিক্রি এই প্রথম ৷ উল্লেখযোগ্যভাবে চলতি বছরে 30লক্ষ ইউনিট অতিক্রম করেছে গাড়ি বিক্রি ৷ আগামী বছরে 40 লক্ষ ইউনিট গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে . বলে জানান শ্রীবাস্তব ৷
এমএসআই প্রকাশিত তথ্য অনুয়ায়ী সেপ্টেম্বর পর্যন্ত পাইকারি বাজারে মোট গাড়ি বিক্রি 3 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 1 লক্ষ 81 হাজার 343 ইউনিট ৷ বিশ্বের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা ডিলারদের কাছে 1 লক্ষ 76 হাজার 306 ইউনিট গাড়ি পাঠিয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে ৷