লখনউ, 29 মে:নারীসুরক্ষা সুনিশ্চিত করতে নয়া নির্দেশিকা জারি করল যোগী আদিত্যনাথের সরকার (UP govt issues directives for female workers)৷ উত্তরপ্রদেশের শ্রম দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,মহিলাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, তাঁদের জোর করে সন্ধে 7টা থেকে ভোর 6টার মাঝে কাজ করতে বাধ্য করা যাবে না (No duty for women from 7 pm till 6 am)৷ নির্দেশিকায় এটাও বলা হয়েছে যে, ওই সময়ের মধ্যে কোনও মহিলা যদি কাজ করেন, তাহলে তাঁকে সরকারি খরচে যাবতীয় পরিষেবা দেওয়া হবে ৷
মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে সম্প্রতি 75.50 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ তার পরপরই কর্মরত মহিলাদের জন্য নয়া নির্দেশিকা আনল যোগী আদিত্যনাথের প্রশাসন ৷ নির্দেশিকায় বলা হয়েছে, "সন্ধে 7টা থেকে ভোর 6টার মধ্যে কোনও মহিলা কর্মীকে তাঁর লিখিত সম্মতি ছাড়া কাজ করানো যাবে না ৷ সেই সময়ের মধ্যে কাজ করতে অস্বীকার করলে কোনও মহিলা কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না ৷ সন্ধে 7টা থেকে ভোর 6টার মধ্যে যে মহিলা কর্মীরা কাজ করবেন, তাঁদের বিনামূল্যে কর্মস্থল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে অফিস ৷" এ ছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, কর্মস্থলে মহিলা কর্মীদের খাওয়া-দাওয়া ও তাঁদের সুবিধে-অসুবিধের দিকেও নজর রাখতে হবে অফিস কর্তৃপক্ষকে ৷