হায়দরাবাদ, 30 নভেম্বর: শিক্ষিকার ক্লাস 'বোরিং' লেগেছিল এক ছাত্রীর ৷ আর সেটাই সোশ্যাল মিডিয়ায় নির্দ্বিধায় জানিয়েছিল সে ৷ সেই শিক্ষিকার ছবির ক্য়াপশনে 'বোরিং' লিখে তা পোস্ট করেছিল নিজের প্রোফাইলে ৷ সেই ঘটনা চোখে পড়তেই চটে যান ওই শিক্ষিকা ৷ অভিযোগ, ওই ছাত্রীকে শিক্ষা দিতে তাকে বেত মারেন সেই 'বোরিং' শিক্ষিকা ৷ ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার (Telangana) কামারেড্ডি (Kamareddy) জেলার একটি সরকারি স্কুলে ৷ বুধবার স্থানীয় থানার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে একথা জানানো হয়েছে ৷
এদিকে, অভিযুক্ত শিক্ষিকা যখন ওই ছাত্রীকে বেত মেরে শাস্তি দিচ্ছিলেন (Female Teacher Canes Girl Student), সেই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে (Viral Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media)৷ সংশ্লিষ্ট সরকারি স্কুলটি কামারেড্ডি জেলার মন্দুর মণ্ডলে অবস্থিত ৷ সূত্রের দাবি, গত সপ্তাহে ক্লাস চলাকালীন নিজের মোবাইল ফোনের ক্য়ামেরা দিয়ে অভিযুক্ত শিক্ষিকার ছবি তোলে ওই ছাত্রী ৷ তারপর সেই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে ৷ সঙ্গে লেখে, 'বোরিং' ক্লাস !