পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

NEET Exam Controversy: অন্তর্বাস খুললে তবেই ঢোকা যাবে পরীক্ষা কেন্দ্রে, এমনই ফরমান কেরলের এক শিক্ষা প্রতিষ্ঠানের

বাধ্য হয়ে অন্তর্বাস খুলে রেখেই মেটাল ডিটেক্টর পার হয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন ছাত্রীরা (Kerala students were forced to take off undergarments before entering exam center) ৷ এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লাম জেলার আয়ুর এলাকার একটি প্রযুক্তি শিক্ষাকেন্দ্রে ৷

By

Published : Jul 18, 2022, 6:37 PM IST

Kerala NEET Exam Controversy
বর্বরোচিত ঘটনার সাক্ষী কেরল

কোল্লাম (কেরল), 18 জুলাই: অন্তর্বাস না-খুললে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না ছাত্রীরা ! এমনই ফরমান জারি করে কেরলের একটি শিক্ষাকেন্দ্র (Female students were forced to take off undergarments in a exam center in Kerala) ৷ বারবার প্রতিবাদ করেও কাজ হয়নি ৷ শেষমেশ অন্তর্বাস খুলে রেখেই মেটাল ডিটেক্টর পার হয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রীরা ৷ এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লাম জেলার আয়ুর এলাকার একটি প্রযুক্তি শিক্ষাকেন্দ্রে ৷ রবিবার সেখানে NEET পরীক্ষা দিতে গিয়েছিলেন বেশ কিছু ছাত্রী ৷ তাঁদের সঙ্গেই এই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ৷ ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছেন ছাত্রীরা ৷ তবে নিরাপত্তার দায়িত্ব অন্য সংস্থার ছিল দাবি করে দায় এড়িয়েছে কর্তৃপক্ষ ৷

আয়ুরের মার্থমা ইন্সটিটিউট অফ টেকনোলজিতে NEET পরীক্ষার সিট পড়েছিল ৷ নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও সমস্যায় পড়তে হয় ছাত্রীদের ৷ তাঁদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ছাত্রীদের জানান, মেটাল ডিটেক্টর গেট পেরিয়ে ভেতরে ঢুকতে হলে অন্তর্বাস খুলতেই হবে ! অন্তর্বাস পরে ভেতরে প্রবেশ করা যাবে না ৷ স্বভাবতই প্রতিবাদ করতে থাকেন পড়ুয়ারা ৷ কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন নিরাপত্তারক্ষীরা ৷ ফলে বাধ্য হয়ে অন্তর্বাস খুলে ভেতরে প্রবেশ করতে হয় তাঁদের ৷ পরে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নিগৃহিত ছাত্রীরা ৷ তাঁদের দাবি শুরুতে এ ধরনের ঘটনা ঘটায় তাঁরা ভালোভাবে উত্তর লিখতে পারেননি ৷

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা একেবারেই নতুন নয় ৷ দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে ৷ কোনও কোনও ক্ষেত্রে ব্যবস্থাও নেয় প্রশাসন ৷ এদিকে এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় শুরু হয়েছে সর্বত্র ৷ তবে কোনওভাবেই ঘটনায় দায় নিতে চায়নি কর্তৃপক্ষ ৷ তাঁরা স্পষ্টই জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব একটি সংস্থাকে দেওয়া হয়েছে ৷ নিরাপত্তা সংক্রান্ত সব সিদ্ধান্তই তাদের ৷ অতএব দায়ও তাদের ৷

ABOUT THE AUTHOR

...view details