হামিরপুর (হিমাচলপ্রদেশ), 9 নভেম্বর: দীপাবলির আগেই হামিরপুরে আলোর রোশনাই ৷ চলল সেলিব্রেশন ৷ সেখানকার একটি পরিবার স্বাগত জানালেন কয়েকশো অতিথিকে ৷ চলে দেদার ভুরিভোজ ৷ উপলক্ষ ? পরিবারে নতুন অতিথির আগমন ৷ না, কোনও মানবসন্তান ঘরে আসেনি ৷ সন্তান প্রসব করেছে এক সারমেয় ৷ একসঙ্গে 9টি ছানার জন্ম দিয়েছে চাটনি ৷ তবে এই প্রথম নয় ৷ টানা তিন বছর ধরেই নাকি সে 9টি করে কুকুরছানার জন্ম দিয়েছে এবং সবাই সুস্থসবল ৷ সেই আনন্দেই সেলিব্রেশনের মুড হামিরপুরে ৷
'চাটনি' গত তিন বছর ধরে 9টি করে কুকুরছানার জন্ম দিচ্ছে: মেরাপুরের 10 নং ওয়ার্ডের রাজকলি 'চাটনি' নামে একটি কুকুর পুষেছিলেন । সেই সারমেয় এই নিয়ে টানা তৃতীয় বছর 9টি কুকুরছানার জন্ম দিয়েছে বলে দাবি করা হচ্ছে । রাজকলি বলেন যে, চাটনি তাঁর বাড়ি ছেড়ে কখনও যায়নি ৷ টানা তিন বছর ধরে কোনও কুকুর 9টি করে সন্তান প্রসব করছে, এমনটাও কখনও শোনেননি রাজকলি ৷ সে জন্যই আজ নতুন ছানাদের আগমন উদযাপন করছেন তাঁরা ৷