পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dog Gives Birth to Nine Puppies: এই নিয়ে তৃতীয়বার 9 ছানার জন্ম দিল 'চাটনি', ভুরিভোজে আপ্যায়ন 400 অতিথিকে - Female dog Chatni

এই নিয়ে তৃতীয়বার 9টি ছানার জন্ম দিল হামপুরের সারমেয় চাটনি ৷ সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভুরিভোজে আপ্যায়ন করা হল 400 অতিথিকে ৷

Dog Gives Birth to Nine Puppies
9 ছানার জন্ম দিল চাটনি

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:18 PM IST

হামিরপুর (হিমাচলপ্রদেশ), 9 নভেম্বর: দীপাবলির আগেই হামিরপুরে আলোর রোশনাই ৷ চলল সেলিব্রেশন ৷ সেখানকার একটি পরিবার স্বাগত জানালেন কয়েকশো অতিথিকে ৷ চলে দেদার ভুরিভোজ ৷ উপলক্ষ ? পরিবারে নতুন অতিথির আগমন ৷ না, কোনও মানবসন্তান ঘরে আসেনি ৷ সন্তান প্রসব করেছে এক সারমেয় ৷ একসঙ্গে 9টি ছানার জন্ম দিয়েছে চাটনি ৷ তবে এই প্রথম নয় ৷ টানা তিন বছর ধরেই নাকি সে 9টি করে কুকুরছানার জন্ম দিয়েছে এবং সবাই সুস্থসবল ৷ সেই আনন্দেই সেলিব্রেশনের মুড হামিরপুরে ৷

'চাটনি' গত তিন বছর ধরে 9টি করে কুকুরছানার জন্ম দিচ্ছে: মেরাপুরের 10 নং ওয়ার্ডের রাজকলি 'চাটনি' নামে একটি কুকুর পুষেছিলেন । সেই সারমেয় এই নিয়ে টানা তৃতীয় বছর 9টি কুকুরছানার জন্ম দিয়েছে বলে দাবি করা হচ্ছে । রাজকলি বলেন যে, চাটনি তাঁর বাড়ি ছেড়ে কখনও যায়নি ৷ টানা তিন বছর ধরে কোনও কুকুর 9টি করে সন্তান প্রসব করছে, এমনটাও কখনও শোনেননি রাজকলি ৷ সে জন্যই আজ নতুন ছানাদের আগমন উদযাপন করছেন তাঁরা ৷

9 ছানার জন্ম দিল চাটনি

400 লোক আমন্ত্রিত, মহিলারা গাইছেন গান: 'চাটনি' ফের 9টি কুকুরের জন্ম দেওয়ার তাদের ষষ্ঠী উদযাপন করা হল । প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ ভুরিভোজে যোগ দিলেন প্রায় 400 লোক ৷ লুচি, তরকারি, মিষ্টি সহযোগে চলল আপ্যায়ন ৷ বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে অতিথিদের আগমন । মহিলারা নাচ-গান করে আনন্দে মাতেন ৷ সেলফি তোলেন মা ও ছানাদের সঙ্গে ৷

ভুরিভোজে আপ্যায়ন 400 অতিথিকে

এই উপলক্ষে কুকুরছানাগুলিকে সাজানো হয়েছিল ৷ মা সারমেয়র পায়ে আলতা পরানো হয় । রাজকলি বলেন যে, যেদিন থেকে তিনি চাটনিকে তাঁর বাড়িতে লালন-পালন করছেন, সেদিন থেকে তাঁর অনেক সমস্যা দূর হয়ে গিয়েছে ।

আদরের চাটনির দেখভাল
কুকুরছানাদের আগমনে খুশির হাওয়া

আরও পড়ুন:হাতির রসনা তৃপ্তির অভিনব উপায়ে তাণ্ডব থেকে জনবসতিকে রক্ষা করছে অসমের এনজিও

ABOUT THE AUTHOR

...view details