পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Female Cheetah Missing: কুনো ন্যাশনাল পার্ক থেকে নিখোঁজ স্ত্রী চিতা, মিলছে না রেডিয়ো কলারের সিগন্যাল

Female Cheetah Nirwa Missing from Kuno: রেডিয়ো কলারের সিগন্যাল পাওয়া যাচ্ছে না কুনো ন্যাশনাল পার্কের একটি স্ত্রী চিতার ৷ ফলে তার অবস্থানও বোঝা যাচ্ছে না ৷ সম্প্রতি একের পর এক চিতার মৃত্যুর ঘটনায় দক্ষিণ আফ্রিকা থেকে একটি বিশেষজ্ঞ দল চিতাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আসছে ৷ সেই কারণে চিতাগুলিকে খাঁচায় ফেরানো হচ্ছে ৷ তখনই বিষয়টি নজরে আসে ৷

Female Cheetah Missing ETV BHARAT
Female Cheetah Missing

By

Published : Jul 28, 2023, 1:37 PM IST

কুনো (মধ্যপ্রদেশ), 28 জুলাই: আবারও কুনো ন্যাশনাল পার্ক থেকে নিখোঁজ একটি চিতা ৷ জানা গিয়েছে, দু’টি স্ত্রী চিতার মধ্যে একটির খোঁজ পাওয়া যাচ্ছে না গত দু’দিন ধরে ৷ নির্ভা নামে চিতার গলায় থাকা রেডিয়ো কলার কাজ করছে না বলে অভিযোগ করেছেন কুনো ন্যাশনাল পার্কের কর্মীরা ৷ ফলে ওই চিতাটি কোথায় আছে তা তাঁরা বুঝতে পারছে না ৷ কিন্তু, মধ্যপ্রদেশ বন দফতরের আধিকারিকরা দাবি করছেন, তাঁরা জানেন চিতাটি কোথায় রয়েছে ৷ অন্যদিকে, চিতাদের গলায় সংক্রমণের কারণে, চিতাগুলিকে জঙ্গল থেকে খাঁচায় এনে রাখা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৷ তখনই এই স্ত্রী চিতার নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে ৷

দু’দিন ধরে নিখোঁজ স্ত্রী চিতা: চিতার গলায় সংক্রমণ হওয়ার পর জঙ্গলে থাকা সমস্ত চিতাকে খাঁচায় ফিরিয়ে আনা হচ্ছে ৷ এই মুহূর্তে মাত্র দু’টি চিতাবাঘ খাঁচার বাইরে রয়েছে ৷ কুনো ন্যাশনাল পার্ক ম্যানেজমেন্ট সব চিতার অবস্থান সম্পর্কে নিশ্চিত হলেও, একটি স্ত্রী চিতার খোঁজ পাচ্ছে না ৷ কারণ হিসেবে বলা হচ্ছে, স্ত্রী চিতার রেডিয়ো কলার খারাপ হয়ে গিয়েছে ৷ ফলে সেটির স্যাটেলাইট লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এ বিষয়ে কুনো ন্যাশনাল পার্কের ব্যবস্থাপনা দল ও টেকনিক্যাল টিম প্রতিনিয়ত চিতার অবস্থান খোঁজার চেষ্টা করলেও এখন পর্যন্ত তা সফল হয়নি ৷

কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ বেশ কয়েকটি দল গঠন করেছে: উল্লেখ্য, রেডিয়ো কলার থেকে সংক্রমণ ও বিভিন্ন রোগের কারণে কুনো ন্যাশনাল পার্কে 5টি পূর্ণবয়স্ক চিতার মৃত্যু হয়েছে ৷ তার পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একটি দলের তত্ত্বাবধানে এই চিতাগুলিকে খাঁচায় ফিরিয়ে এনে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে ৷ এ পর্যন্ত 13 টি চিতাকে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে ৷ এই মুহূর্তে দু’টি স্ত্রী চিতা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ৷ চিতা নির্ভার সন্ধানে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে ৷

আরও পড়ুন:রেডিয়ো কলার সংক্রমণের জেরেই কি লাগাতার চিতা-মৃত্যু? আফ্রিকা থেকে আসছেন বিশেষজ্ঞরা

স্থানীয় গ্রামবাসীদেরও এ বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে ৷ বলা হচ্ছে, কুনো ন্যাশনাল পার্কের সামীনার বাইরে পশ্চিম মোরওয়ানের জঙ্গলে কিছু গ্রামবাসী ওই চিতাকে দেখেছেন ৷ তবে, পিসিসিএফ ওয়াইল্ডলাইফ অসীম শ্রীবাস্তবের দাবি, স্ত্রী চিতা নিখোঁজ হওয়ার খবরটি সম্পূর্ণ ভুল ৷ তার রেডিয়ো কলার ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কিন্তু, চিতার অবস্থান বন দফতর জানে ৷ দ্রুত তাকে খাঁচায় ফেরানো হবে ৷

ABOUT THE AUTHOR

...view details