গুরুগ্রাম,23 ফেব্রুয়ারি: করোনা বিদায় নিয়েছে কি না তা বলা শক্ত । কিন্তু কারও কারও মধ্যে করোনার ভয় যে পুরোমাত্রায় রয়ে গিয়েছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই । তেমনই এক মহিলার সন্ধান পাওয়া গেল গুরুগ্রামে। জানা গেল, করোনার ভয়ে তিন বছর এক মহিলা ফ্ল্যাটের বাইরে যাননি (Shocking incident in Gurugram )। ছেলেকেও রেখে দিয়েছিলেন সেখানেই । স্বামী কর্মসূত্রে রাস্তায় যান বলে তাঁরও ফ্ল্যাটে ঢোকার অনুমতি ছিল না। স্ত্রীর নির্দেশে অন্যত্র ফ্ল্যাট নিয়ে থাকতে হত স্বামীকে ।
শেষমেশ বুধবার পুলিশ ও শিশু কল্যাণ সমিতির উদ্যোগে সমস্যা মিটল । মা এবং ছেলেকে ফ্ল্যাট থেকে বের করে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দীর্ঘদিন কোনও জায়গায় থাকলে শরীরে বেশ কিছু সসম্যা তৈরি হয়ে থাকে । এক্ষেত্রে সেরকম কিছু হয়েছে কি না সেটাই খতিয়ে দেখা হচ্ছে । শারীরিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে বেশ কয়েকটি পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে ।