পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Father Son Duo Shot: গাড়ি রাখা নিয়ে ঝামেলা, বাবা-ছেলেকে গুলি প্রতিবেশীর সঙ্গীদের ! - গুলি

গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ বাবা ও ছেলে (Father Son Duo Shot over Car Parking Dispute) ! দিল্লির (Delhi) যমুনা বিহার (Yamuna Vihar) এলাকার এই ঘটনায় ধৃত 1 অভিযুক্ত ৷

Father Son Duo Shot in Yamuna Vihar area of Delhi due to Car Parking Dispute
আক্রান্ত বাবা ও ছেলে

By

Published : Feb 17, 2023, 1:00 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: গাড়ি রাখা নিয়ে ঝামেলার জেরে বাবা ও ছেলেকে রাস্তাতেই গুলি করার অভিযোগ (Father Son Duo Shot over Car Parking Dispute) উঠল প্রতিবেশীর সঙ্গীদের বিরুদ্ধে ! বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির (Delhi) যমুনা বিহার (Yamuna Vihar) এলাকায় ৷ ঘটনার পর আক্রান্তদের হাসপাতালে ভরতি করা হয় ৷

এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বীরেন্দ্র কুমার আগরওয়াল নামে এক ব্যবসায়ী ও তাঁর ছেলে সচিন ৷ তাঁরা যমুনা বিহারেরই বাসিন্দা ৷ তাঁদের বাড়ি এই এলাকার সি-9 ব্লকে ৷ বৃহস্পতিবার রাতে আগরওয়াল পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পথেই শুরু হয় ঝামেলা ৷ পরিবারের সদস্যদের দাবি, স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকেরই গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে ৷ কিন্তু, বিয়েবাড়ি থেকে ফেরার পর বীরেন্দ্রর পরিবারের সদস্যরা দেখেন, তাঁদের গাড়ি রাখার জায়গায় অন্য একটি গাড়ি দাঁড় করানো রয়েছে ৷ সেই গাড়িটি আগরওয়াল পরিবারের প্রতিবেশী আরিফ নামে এক ব্যক্তির ৷

আরও পড়ুন:মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উপত্যকা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.6

বীরেন্দ্র এবং তাঁর ছেলে সচিন আরিফকে ডেকে তাঁর গাড়ি ওই জায়গা থেকে সরাতে অনুরোধ করেন ৷ অভিযোগ, আরিফ সেই অনুরোধে কান দেননি ৷ উলটে বাবা-ছেলের সঙ্গে বচসা শুরু হয় তাঁর ৷ এরপরই আরিফ তাঁর কয়েকজন পরিচিতকে ঘটনাস্থলে ডেকে পাঠান ৷ তাঁরা সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ তারই মধ্যে আগরওয়াল পরিবারকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন আরিফের সঙ্গীরা ৷ এর মধ্যে দু'টি গুলি এসে লাগে বীরেন্দ্রর বুকে ৷ আরিফের ছেলে সচিনও গুলিবিদ্ধ হন ৷ তাঁর শরীরে একটি বুলেট ঢুকে যায় ৷ তাঁদের দু'জনকেই পটপরগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গুলি চলার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ ঘটনায় মূল অভিযুক্ত আরিফ পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ তবে, তাঁর এক সঙ্গীকে এলাকাবাসী ধরে ফেলেন ৷ তাঁকে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details