শিবামোগ্গা (কর্নাটক), 22 নভেম্বর : ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, স্বর্গে তৈরি হয় বৈবাহিক সম্পর্ক ৷ আর বিবাহের শুভমুহূর্তে হবু দম্পতি বন্ধু-বান্ধব, পরিবার ও অন্যান্যদের আশীর্বাদ ও শুভকামনার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকেন ৷ বিয়ের কার্ড দিয়ে সাধারণত অতিথিদের আমন্ত্রণ জানানো হয় ৷ আজকালকার দিনে বিয়ের কার্ডেও এসেছে বৈচিত্র্য ৷ এবার সেই অভিনব বিয়ের কার্ডের জন্য শিরোনামে এসেছে কর্নাটকের শিবমোগ্গা জেলার একটি বিয়ে ৷ যেখানে কনের বাবা অতিথিদের একটি 112 পাতার আমন্ত্রণপত্র পাঠিয়েছেন ৷ মেয়ের বাবা সেই আমন্ত্রণ পত্রিকায় 676 শব্দের নিবন্ধ লিখেছেন ৷
বর্তমান সময়ে বিয়েতে ফোটোশুট ও অন্যান্য শৌখিন বিষয়ে লাখ লাখ টাকা খরচ করা হয় ৷ কিন্তু মেয়ে শিবানীর বিয়েকে স্মরণীয় করে রাখতে সেসবের দিকে হাঁটেননি কর্নাটকের শিবমোগ্গা জেলার বাসিন্দা এইচভি পঞ্চকশরাপ্পা ৷ যিনি পেশায় একজন লেখক ৷ মেয়ের বিয়েকে স্মরণীয় করতে তুলে নেন কলম ৷ তৈরি করে ফেলেন 112 পাতার আমন্ত্রণপত্র ৷ যা অবশ্য আমন্ত্রণ পত্রিকায় পরিণত হয়েছে ৷ মেয়ে শিবানীর বিয়ের আমন্ত্রণপত্রে বিভিন্ন রীতির বিয়ে, বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান ও সপ্তপদী নিয়ে লিখেছেন পঞ্চকশরাপ্পা ৷ এই বিশেষ বিয়ের কার্ডে বৈবাহিক সম্পর্ক নিয়ে নিজের মতামত গদ্য ও ছড়ার মাধ্যমে লিখেছেন ৷ কার্ডে নিজের ছদ্মনাম পঞ্চরঙ্গি ব্যবহার করেছেন তিনি ৷ তারপর অভিনব এই বিয়ের কার্ড পাঠিয়ে দিয়েছেন অতিথিদের ৷