গুয়াহাটি, 19 অগস্ট: নারীবাদ, নারীদেল সমানাধিকার নিয়ে যতই গলা ফাটানো হোক না কেন, সমাজের বদ্ধমূল ভাবনার জেরে কোথাও কোথাও আজও নারীদের বঞ্চিত হতে হয়, লাঞ্ছিত হতে হয় ৷ সদ্যজাত কন্যাসন্তান কিংবা বৃদ্ধা, ছাড় পায় না কেউই। এমনই এক মর্মস্পর্শী ঘটনার কথা শুনে শিউড়ে উঠছে দেশের মানুষ। অসমের বাজালি জেলায় 11 দিনের কন্যা শিশুকে প্রথমে বিক্রি করার পরিকল্পলনা করেছিল বাবা ৷ কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেলে সদ্যজাত কন্যাকে মেরে মাটিতে পুঁতে দিল বাবা ৷
জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের অভিযুক্ত বাবা 11 দিনের শিশুটিকে এক দম্পতির কাছে চার লক্ষ টাকায় বিক্রি করার চেষ্টা করেছিল ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নিরঞ্জন মালাকার ৷ অসমের দুবি মালিপাড়া এলাকার বাসিন্দা সে। শুক্রবার রাত থেকে সদ্যজাত শিশুকে নিয়ে সে নিখোঁজ ছিল ৷ শনিবার সকালে নিরঞ্জন তার শ্যালককে ফোন করে জানায় শিশুটি মারা গিয়েছে ৷ মৃতদেহটি মাটিতে পুঁতে দেওয়া হয়েছে ৷ খবর পেয়ে, পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন ৷ পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ৷ পুলিশ আরও জানায়, বিসনালা নদীর নিকটবর্তী স্থান থেকে কন্যাসন্তানটির দেহ উদ্ধার হয় ৷