ইন্দোর, 4 জুন:মর্মান্তিক ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশে ৷ স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে সাত বছরের শিশু কন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ইন্দোরের দ্বারকাপুরী এলাকায় ৷ সূত্রের খবর, মেয়ের দেহ লোপাটের চেষ্টা করার সময় ঘটনাটি জানাজানি হয়ে যায় ৷ প্রতিবেশীরা পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে ৷
জানা গিয়েছে, ওই এলাকার ঋষি প্যালেস কলোনিতে থাকেন রাকেশ নামে এক ব্যক্তি ৷ তার সঙ্গে স্ত্রীর বিবাদ হয় ৷ সেই বিবাদের জেরে তিনি তাঁর সাত বছরের নিষ্পাপ মেয়েকে হত্যা করেন । পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল ৷ সেই সময় সে মেয়েকে হত্যা করে । শনিবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসে ৷
অভিযুক্ত বাবা মেয়ের দেহ কাঁধে নিয়ে বিহার গার্ডেনে লোপাটের চেষ্টা করে বলে অভিযোগ । দেহটি জলে ফেলে দেওযার জন্য রাকেশ সেটিকে বস্তায় ভোরে ঝিলের কাছে নিয়ে যাচ্ছিল ৷ সে সময় কোনওভাবে বস্তার মুখ খুলে যায় । আর দেহটির মাথা থেকে শুরু করে রক্তাক্ত হাত বাইরে থেকে দেখা যাচ্ছিল। তখন তারা রাকেশকে থামায় এবং বস্তা খুলে দেখেন তা থেকে শিশুর দেহ উদ্ধার করে ৷