বল্লারি (কর্নাটক), 9 নভেম্বর: ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেম করার 'অপরাধে' নিজের মেয়েকে 'খুন' করল বাবা ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের বল্লারি জেলার কুদুথিনি শহরের সিদ্দামনাহল্লির কাছে তুঙ্গভদ্রা এইচএলসি ক্যানেলের কাছে ৷ অভিযুক্ত ওমকারা গৌড়া (45) মেয়েকে খুনের স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর ৷ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Father Killed Minor Daughter over Love Relationship with Different Caste Boy) ৷
পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে, তার মেয়ে ভিন্ন জাতের এক যুবকের প্রেমে পড়ে । এ নিয়ে বাড়িতে ভীষণ অশান্তি করে ওমকারা ৷ বাড়ির লোক বহুবার বুঝিয়েও কোনও সুরাহা হয়নি ৷ এরপর 31 অক্টোবর বিকেলে ওমকারা মেয়েকে বাইকে করে বাড়ি থেকে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলে বের হয় ৷ কিন্তু যখন তারা সিনেমা হলের সামনে যায় জানতে পারে সিনেমা শুরু হয়ে গিয়েছে ৷ তাই তিনি মেয়েকে হোটেলে নিয়ে যান, সেখানে সকালের খাওয়ার খাওয়ান এবং কুদিথিনির ডোড্ডা বাসভেশ্বর মন্দিরে ভগবানের দর্শনও করেন । পরে একটি গয়নার দোকানে নিয়ে গিয়ে মেয়েকে আংটিও কিনে দেয় ।