বেতিয়া, 26 অক্টোবর: পারিবারিক বিবাদে মর্মান্তিক পরিণতি হল বাবা ও ছেলের ৷ অভিযোগ, বুধবার স্ত্রীকে ভিডিয়ো কল করে প্রথমে পাঁচ বছরের ছেলের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন বাবা ৷ তার পর নিজে আত্মঘাতী হন ৷ ঘটনাটি ঘটেছে বিহারে বেতিয়াতে ৷
সেখানকার লাউরিয়া থানা এলাকার কান্ধওয়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন আজিমুল্লাহ ৷ পরিবার সূত্রে খবর, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী হারিরার দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ চলছিল ৷ সেই কারণে স্ত্রী তাঁকে ছেড়ে বাপের চলে যান ৷ সেই রাগে বছর 43-এর আজিমুল্লাহ স্ত্রীকে ভিডিয়ো কল করেন ৷ তার পর সেই ভিডিয়ো কল চলাকালীনই প্রথমে ছেলে আয়ানকে খুনে করেন ৷ পরে নিজে আত্মঘাতী হন ৷
সঙ্গে সঙ্গে ভাই তৌসিফকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন হারিরা ৷ কিন্তু তাঁরা যতক্ষণে পৌঁছান, ততক্ষণে সবশেষ ৷ এর পর স্থানীয়রাই আজিমুল্লাহ ও তাঁর ছেলে আয়ানের মৃতদেহ ফাঁস খুলে নামান ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ এর পর পুলিশ ঘটনাস্থলে যায় ৷ মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷