মেহবুবনগর (তেলাঙ্গানা), 6 জানুয়ারি: একরত্তি মেয়েটা তার মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করছিল ৷ সে বারবার বাড়ি ফিরে যেতে চেয়েছিল ৷ ঠিক সেই সময়েই সে দেখতে পায়, তার বাবা তার দিকে এগিয়ে আসছেন ৷ তাতে আরও উৎসাহের সঙ্গে মায়ের কাছে যাওয়ার জন্য বায়না শুরু করে সে ৷ কিন্তু, তার এই আচরণের খেসারত দিয়ে জীবন দিয়ে চোকাতে তা বোঝার ক্ষমতা ওইটুকু মেয়েটার ছিল না ! কারণ, তেমনটাই ঘটেছে ৷ সূত্রের দাবি, 6 বছরের মেয়ের 'আবদার' সহ্য করতে না-পেরে তাকে খুন করেন বাবা (Father Killed Daughter) ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তেলাঙ্গানার (Telangana) মেহবুবনগরে (Mahbubnagar) ৷ পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী উপর রেগে থাকার কারণেই মেয়েকে খুন করেন ওই ব্যক্তি !
স্থানীয় থানার আধিকারিক ভেঙ্কটেশ্বরলু জানান, অভিযুক্ত ব্যক্তির নাম শিবা ৷ তিনি মেহবুবনগর মণ্ডলের পালাকোণ্ডা তণ্ডের বাসিন্দা ৷ বছর সাতেক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় শোভা নামে এলাকারই এক তরুণীর ৷ এই দম্পতির একটি মেয়ে ছাড়াও একটি পুত্রসন্তান রয়েছে ৷ শিবা পেশায় শ্রমিক ৷ প্রায়ই মদ্যপান করেন তিনি ৷ অভিযোগ, প্রায় প্রতিদিনই মদ্য়পান করে বাড়িতে ফেরেন শিবা এবং তারপর স্ত্রীকে বেধড়ক পেটান তিনি ৷