চেন্নাই, 14 অগস্ট: ক্রমাগত উৎশৃঙ্খল হয়ে যাচ্ছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছেলে ৷ গয়না চুরি করে তা বিক্রির টাকায় নিয়মিত মাদক সেবন করত ছেলে ৷ সবক শেখাতে ছেলে টেগোর নায়েককে (22) দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বাবা (Father Gave 2 Lakh Supari to Killed His Son)৷ সেইমতো শ্যালকের সঙ্গে পরিকল্পনা করে 2 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলার দিয়ে ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার টামবাল্লাপাল্লে এলাকার কুঠিকিবান্দা এলাকার ঘটনা ৷ চলতি বছরে 28 জুন টেগর নায়েকের খুনের ঘটনা ঘটে ৷
পুলিশ সূত্রে খবর, নিহত টেগর নায়েক (22) চেন্নাইের একটি ইঞ্জিনিারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল ৷ মৃতের বাবার রেডাপ্পার দাবি, ওই ছাত্র পরিবারের লোকজনের সঙ্গেও খরাপ আচরণ করা শুরু করেছিল ৷ এ নিজের ভাইকেও প্রাণনাশের হুমকি দেয় সে ৷ সম্প্রতি বাড়ি থেকে সোনার গয়না চুরি করে সেটি বিক্রি করে সেই টাকায় বহুমূল্য জিনিস কেনার পাশাপাশি নেশায় আসক্ত হয়ে পড়েছিল টেগর নায়েক ৷ ছেলের এই অধঃপতনে রাশ টানতে না পেরেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছেলেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন বাবা ৷