কোচি, 28 নভেম্বর: বিশেষভাবে সক্ষম নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অপরাধে কেরলের এক ব্যক্তির 107 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷ একইসঙ্গে 4 লক্ষ টাকা জরিমানা ধার্য করাও হয়েছে ৷ পাথানামথিট্টা পকসো কোর্ট 45 বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে এই সাজার ঘোষণা করেছে ৷ যদি জরিমানা দিতে ব্যর্থ হলে অতিরিক্ত আরও 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ওই ব্যক্তিকে (Father convicted for 107 years RI for raping daughter) ৷
দোষী সাব্যস্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, নিজের 13 বছর বয়সি নাবালিকা মেয়ের উপর সে যৌন অত্যাচার চালিয়েছে, করেছে ধর্ষণ ৷ 2020 সালে ঘটনাটি সামনে আসে ৷ জানা গিয়েছে, মেয়েটির মা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন ৷ বাবার সঙ্গেই থাকত এই কিশোরী ৷ সেই সুযোগেই দিনের পর দিন মেয়েকে ধর্ষণ করে গিয়েছেন ওই ব্যক্তি (Father Raped Daughter) ৷