পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Father Carries Daughter's Body : ছত্তিশগড়ে মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার হাঁটলেন বাবা, তদন্তের নির্দেশ প্রশাসনের - Father Carries Body of Daughter on Shoulders for 10 km in Chhattisgarh

মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার পথ পাড়ি দিলেন এক ব্যক্তি (Father Carries Body of Daughter on Shoulders for 10 km in Chhattisgarh) ৷ ছত্তিশগড়ের সুরগুজা জেলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো ৷ যার পরেই গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও ৷

Father Carries Body of Daughter on Shoulders for 10 km in Chhattisgarh
Father Carries Body of Daughter on Shoulders for 10 km in Chhattisgarh

By

Published : Mar 26, 2022, 2:57 PM IST

সুরগুজা (ছত্তিশগড়), 26 মার্চ : সাত বছরের মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছলেন এক ব্যক্তি (Father Carries Body of Daughter on Shoulders for 10 km in Chhattisgarh) ৷ ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের সুরগুজা জেলার লখনপুরে ৷ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে ৷ ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, শুক্রবার লখনপুরের আমডালা গ্রামের বাসিন্দা ঈশ্বর দাস তাঁর সাত বছরের মেয়েকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান ৷ সেখানে উপস্থিত চিকিৎসকদের তিনি জানান, গত কয়েকদিন ধরে তাঁর মেয়ের জ্বর ৷ আজ ভোর থেকে সে জ্ঞান হারিয়েছে ৷ চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন মেয়েটির শরীরে অক্সিজেনের মাত্রা একেবারে কম ৷ ফলে চিকিৎসা শুরু হলেও সকাল সাড়ে সাতটা নাগাদ মেয়েটি মারা যায় ৷

কিন্তু, মেয়েটির দেহ তাঁর বাবাকে কাঁধে তুলে পায়ে হেঁটে কেন নিয়ে যেত হল ? এ নিয়ে গ্রামীণ উপস্বাস্থ্য আধিকারিক চিকিৎসক বিনোদ ভারগভ জানিয়েছেন, মেয়েটির বাবাকে শববাহী গাড়ি আসার জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল ৷ কিন্তু, তিনি নাকি অপেক্ষা না করেই, মেয়ের দেহ কাঁধে তুলে 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে গ্রামে ফিরে যান ৷ জানা গিয়েছে, শববাহী গাড়ি নাকি সকাল 9টা 20 মিনিটে হাসপাতালে পৌঁছেছিল ৷

আরও পড়ুন : Swastha Sathi Card Allegations : নেই স্বাস্থ্যসাথী কার্ড, তাও অস্ত্রোপচারের নামে কাটা হল টাকা

ঈশ্বর দাসের তাঁর মেয়ের দেহ কাঁধে তুলে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হতেই হইচই পড়ে যায় সুরগুজা তথা ছত্তিশগড় রাজ্যে ৷ বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও জেলা স্বাস্থ্য আধিকারিককে এ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর মেয়ের দেহ কাঁধে তুলে নিয়ে যেতে চাইলেও, হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্য়কর্মী ও চিকিৎসকদের দায়িত্ব ছিল, তাঁকে বুঝিয়ে প্রক্রিয়া মেনে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ৷ এই ঘটনায় সেই সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত সকল স্বাস্থ্যকর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Swastha sathi Project: স্বাস্থ্যসাথী প্রকল্পের 130 কোটি টাকা বকেয়া চেয়ে রাজ্যকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details