পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমের বিয়েতে আপত্তি ! মেয়ে-জামাই-সহ 2 বছরের নাতনিকে পিটিয়ে-গুলি করে খুন বাবার - খুন

Honor Killing in Bihar: মেয়ে প্রেম করে বিয়ে করায় আপত্তি ছিল বাবার ৷ সেই রাগ পুষে রেখেছিল ৷ নাতনির জন্মের 2 বছর পর মেয়ে-জামাই-সহ নাতনিকে খুন করল সে ৷ বাবাকে এই কাজে সঙ্গ দিল ছেলে ৷ নৃশংতার নিদর্শন বিহারে ৷

Etv Bharat
ঘটনাস্থলে পুলিশ

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 7:43 AM IST

Updated : Jan 10, 2024, 7:49 AM IST

ভাগলপুর (বিহার), 10 জানুয়ারি: আবারওঅনার কিলিংয়ের ছায়া বিহারে ! মেয়ে-জামাই-2 বছরের শিশুকে 'খুন' করল এক ব্যক্তি ৷ পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে খুনের ব্যাপারে সাহায্য করেছিল তার ছেলে। মঙ্গলবার তিনটি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাগলপুরের গোপালপুর থানা এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগাছিয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে মামলার তদন্ত শুরু হয়েছে । তবে এখনও খোঁজ নেই অভিযুক্ত বাবা ও ছেলের। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, বছর তিনেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন এই তরুণ-তরুণী। বিয়ের কয়েক মাস পর তাঁদের একটি মেয়ের জন্ম হয়। সে সময় কিছু না করলেও সম্পর্ক মেনে নিতে পারেনি তরুণীর পরিবার। রাগও পুষে রেখেছিল তারা। শেষমেশ দু'বছরের সন্তান -সহ স্বামী-স্ত্রীকে গুলি করে 'হত্যাই' করল মেয়ের পরিবার। স্থানীয় এসডিপিও ওমপ্রকাশ অরুণও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন ।

ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের থেকে পুলিশ জানতে পেরেছে, বাবা ও ছেলে মিলে প্রথমে লোহার রড দিয়ে মেয়ে-জামাই ও নাতনিকে একাধিকবার আঘাত করে। তাতে তাদের হাত থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। তারপর রাস্তার মাঝখানে তাদের গুলিও করা হয় ৷ অভিযোগ, বাবা প্রথমে জামাই ও মেয়েকে মারধর করতে শুরু করে। এরপর তার ছেলে এসে নিজের বোন, শ্যালক ও ভাগ্নীকে গুলি করে হত্যা করে । শ্যালকের মাথায় তিনবার গুলি করা হয়, আর বাকি দু'জনকে একবার করে গুলি করা হয়েছে বলে খবর। এর ফলে ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয় ।

এই ঘটনায় স্থানীয় পুলিশ সুপার সুশান্ত কুমার সরোজ জানান, 3 বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল দু'জনের। এরপর থেকেই গ্রামে না-থাকার হুমকি দিত বাবা । স্বামী-স্ত্রী দু’জন যখনই সামনে আসত তখনই বাবা তাঁদের মারধর করত । এদিন লোহার রড দিয়ে প্রথমে বাবা তাদের হাত ভেঙে দেয়। তারপর তার ছেলে এসে তিনজনকেই গুলি করে মেরে ফেলে ।

Last Updated : Jan 10, 2024, 7:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details