পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Murder over Love Affair: প্রেমে পড়া বারণ ! কথা না শোনায় নাবালিকা মেয়েকে খুনে অভিযুক্ত বাবা - কর্নাটক পুলিশ

প্রেমিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের নির্দেশ না মানায় মেয়েকে খুনে অভিযুক্ত বাবা ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে কর্নাটকের (Karnataka) বনপতি জেলার পেবেরু মণ্ডলে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Father Allegedly Kills Minor Daughter with axe over Love Affair Argument in Karnataka
Murder over Love Affair: প্রেমে পড়া বারণ ! কথা না শোনায় নাবালিকা মেয়েকে খুনে অভিযুক্ত বাবা

By

Published : Oct 26, 2022, 1:32 PM IST

পেবেরু (কর্নাটক), 26 অক্টোবর: গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে (Love Affair) জড়িয়েছিল নাবালিকা মেয়ে ৷ তা জানতে পেরে 15 বছরের মেয়েকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (Father Allegedly Kills Daughter) ৷ মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বনপতি জেলার পেবেরু মণ্ডলে ৷ এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে ৷

কর্নাটক পুলিশের (Karnataka Police) বনপতি জেলার ডিএসপি আনন্দ রেড্ডি জানিয়েছেন, অভিযুক্তের নাম রাজাশেখর ৷ তিনি স্থানীয় পথপল্লি গ্রামের বাসিন্দা ৷ পেশায় কৃষক ৷ যাকে খুন করা হয়েছে, সে রাজাশেখরের ছোট মেয়ে ৷ দশম শ্রেণির ছাত্রী ছিল মেয়েটি ৷

পুলিশের ওই আধিকারিক আরও জানান, দিন দশেক আগে মেয়ের প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন অভিযুক্ত ৷ তিনি মেয়েকে গ্রামের ওই যুবকের সঙ্গে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন ৷ কিন্তু মেয়ে কথা শোনেনি ৷ বরং ছেলেটির সঙ্গে দেখাসাক্ষাৎ চালিয়ে যাচ্ছিল ৷

ডিএসপি রেড্ডি আরও জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় রাজাশেখরের স্ত্রী সুনীতা, এক মেয়ে ও এক ছেলে বাড়িতে ছিল না ৷ তিনি মেয়েকে আবার সম্পর্কেচ্ছেদ নিয়ে আবার বোঝাতে শুরু করেন ৷ পরে বাবা ও মেয়ের মধ্যে এই নিয়ে বচসা শুরু হয় ৷ হঠাৎই রাগের মাথায় কুড়ুল দিয়ে মেয়েকে আঘাত করেন রাজাশেখর ৷

পুলিশ জানিয়েছে, একাধিকবার আঘাত করা হয়েছিল মেয়েটিকে ৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ৷ চিৎকার ও চেঁচামেচির শব্দে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন ৷ খবর যায় পুলিশে ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ রাজাশেখরকে গ্রেফতার করে ৷

মাত্র 15 বছরের মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা ৷ গ্রামে ঠিক কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল ওই মেয়েটি, তা অবশ্য পুলিশ জানাতে চায়নি ৷ তবে তদন্তের প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:হায়দরাবাদের হোমে 2 নাবালিকাকে 'যৌন নির্যাতন' ! গ্রেফতার 3

ABOUT THE AUTHOR

...view details