পানিপথ (হরিয়ানা), 9 জুলাই: নৃশংস-নির্মম ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার পানিপথের উঝা গ্রাম ৷ মৃত্যু না হওয়া পর্যন্ত 12 বছরের মেয়েকে বেধড়ক মার বাবার ৷ ঘটনার কারণ জানতে পেরে চমকে গিয়েছে পুলিশও ৷
জানা গিয়েছে, নিহত 12 বছরের মেয়েটির মা গিয়েছিলেন বাপের বাড়ি ৷ তাতে চিন্তিত ছিলেন স্বামী ৷ তিনি প্রতিদিন সন্তানকে জিজ্ঞাসা করতেন, মা কবে আসবে ? শনিবার রাতেও ঘুম থেকে 12 বছরের মেয়েকে তুলে ওই অভিযুক্ত ব্যক্তি জানতে চায় তার মা কবে ফিরবে ? ফোনে মায়ের সঙ্গে কথা হয় কি না ৷ কিন্তু মেয়ে হরপ্রীত জানায়, সে জানে না মা কবে আসবে ৷ এর পরেই অভিযুক্ত বাবা নির্মমভাবে মারতে থাকে কিশোরীকে ৷ ততক্ষণ পর্যন্ত মার চলতে থাকে যতক্ষণ না মেয়েটি মারা যায়, এমনটাই অভিযোগ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উঝা গ্রামের বাসিন্দা রিংকুর স্ত্রী রিম্পি ৷ স্বামীর সঙ্গে ঝগড়া কারণে বাপের বাড়ি পাঞ্জাবের রাজপুরায় চলে যায় সে। কয়েক মাস ধরে ওই মহিলা তাঁর বাপের বাড়িতেই রয়েছেন। এই কারণে হতাশায় ভুগছিল তাঁর স্বামী রিঙ্কু ৷ প্রায়ই বাচ্চাদের জিজ্ঞেস সে জিজ্ঞাসা করত মা কবে আসবে ? শনিবার রাত 12টা নাগাদ রিংকু মদ্যপ অবস্থায় বাড়িতে আসে ৷ এসে সে তার 12 বছরের ঘুমন্ত মেয়ে হরপ্রীতকে জাগিয়ে তোলে।