পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Father Killed Daughter: মদ খেতে বাধা, মেয়েকে গুলি করে 'খুন' বাবার - after she stopped him to drink alcohol

মদ খাওয়ায় বাধা দেওয়ায় মেয়েকে খুন করল বাবা । এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ । মেয়েকে খুন করে চম্পট দিয়েছে অভিযুক্ত । জানা গিয়েছে আবুপুরের মাদ্রাক থানা এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে । মৃত তরুণীর মামা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন (Father Killed Daughter Over Family Dispute)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 16, 2022, 8:24 AM IST

Updated : Nov 16, 2022, 8:36 AM IST

আলিগড়, 16 নভেম্বর :মদ খাওয়ায় বাধা দেওয়ায় মেয়েকে খুন করল বাবা । এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ । মেয়েকে খুন করে চম্পট দিয়েছে অভিযুক্ত । জানা গিয়েছে আবুপুরের মাদ্রাক থানা এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে । মৃত তরুণীর মামা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন (Father Killed Daughter Over Family Dispute)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শৈলেন্দ্র কুমার । দীর্ঘদিন ধরেই তার নিয়মিত মদ খাওয়ার অভ্যাস ছিল । আর তা নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত । একইভাবে মঙ্গলবারও শৈলেন্দ্র বাড়িতে মদের আসর বসিয়েছিল । এ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ে সে । ক্রমশ কথা কাটাকাটি বড় আকার নেয় । এরই মধ্যে তাদের মেয়ে শালিনী ঘটনাস্থলে এসে পড়েন । মদ খাওয়ার বিরোধিতা করে বাবার সঙ্গে তর্ক করতে থাকেন। পরিবারের দাবি আচমকা বন্দুক বের করে সোজা মেয়ের বুকে গুলি চালিয়ে দেয় বাবা । গুলি এসে লাগে শালিনীর বুকে । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এরপরই পালিয়ে যায় অভিযুক্ত । তার খোঁজ শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন:হাসপাতালে ঢুকে নাবালিকাকে 'ধর্ষণের' চেষ্টা ! ধৃত অভিযুক্ত

Last Updated : Nov 16, 2022, 8:36 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details