পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোবরার সঙ্গে এক বিছানায় নিজের অজান্তেই রাত্রি যাপন যুবকের ! - কোবরা

Cobra in Bed: হরিয়ানার ফতেহাবাদ জেলায় কোবরার সঙ্গে এক বিছানায় ঘুমোলেন যুবক ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:59 PM IST

Updated : Nov 26, 2023, 7:49 AM IST

ফতেহাবাদ (হরিয়ানা), 25 নভেম্বর:ধরুন আপনি রাতে ঘুমোলেন এবং সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন সারারাত বিছানায় আপনার সঙ্গে ছিল একটি জলজ্যান্ত কোবরা ! তখন আপনার মনের অবস্থা কেমন হবে ? তবে কল্পনা বা স্বপ্নে নয়, বাস্তবেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাওয়ার মতো এমন ঘটনা ঘটেছে হরিয়ানার ফতেহাবাদ জেলায় ৷

ফতেহাবাদ জেলার বাট্টু কালা গ্রামের বাসিন্দা দুনিরাম সুথার ৷ শুক্রবার রাতে যখন তিনি বিছানায় ঘুমাতে যান, তখন তাঁর অলক্ষেই ওই বিছানায় কম্পলের নীচে ঢুকে যায় একটি কোবরা ৷ সাপটিকে তখন খেয়াল করেননি ওই যুবক ৷ তিনিও ওই কম্বল চাপা দিয়েই ঘুমিয়ে পড়েন ৷ বিছানায় নড়াচড়ার আভাস পেয়ে কোবরাটি কয়েকবার ফোঁসও করে ৷ কিন্তু যুবক জানিয়েছেন, পাশে কোথাও বিড়াল ওই শব্দ করছে ভেবে বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি ৷

শনিবার সকালে ঘুম থেকে ওঠে বিছানা থেকে কম্বল সরাতেই ওই যুবক দেখেন তাঁর বিছানাতেই রয়েছে একটি আস্ত কোবরা ৷ সারারাত মাত্র কয়েক ইঞ্চির দূরত্বে সেটির সঙ্গেই ঘুমিয়েছেন তিনি ৷ এরপরেই পরিবারের বাকিদের বিষয়টি জানান ওই যুবক ৷ এর পরেই বনকর্মীদের খবর দেওয়া হয় ৷ তারা এসে কোবরাটিকে ধরে নিয়ে যায় ৷ এরপর সাপটিকে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷ ওই যুবক জানিয়েছেন, বিছানায় সাপটিকে দেখে কয়েক সেকেন্ডের জন্য তিনি প্রায় বোধশূন্য হয়ে গিয়েছিলেন ৷ কপাল জোরে তিনি প্রায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন ৷

আরও পড়ুন:

  1. শর্ট সার্কিট থেকে বিপত্তি, বিহারে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত 3
  2. রাজস্থান বিধানসভা নির্বাচনে 2 ভোটার ও বিজেপির পোলিং এজেন্টের মৃত্যু
  3. সুইসাইড নোট লিখে আত্মঘাতী আইটিআই পড়ুয়া
Last Updated : Nov 26, 2023, 7:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details