লখনউ, 23 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশে আজ চতুর্থ দফার নির্বাচন (UP Assembly Election 2022) ৷ যেখানে সবার নজর রয়েছে উন্নাও বিধানসভা কেন্দ্রে ৷ যে কেন্দ্রে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়ছেন উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মা আশা সিং (Fate of Unnao rape victims mother to be sealed today) ৷ তিনি বিজেপি প্রার্থী পঙ্কজ গুপ্তার বিরুদ্ধে লড়াই করছেন ৷ এছাড়াও পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, লখনউ, রায় বরেলি, ফতেহপুরের মতো গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে আজ নির্বাচন রয়েছে ৷ মোট 59টি বিধানসভা কেন্দ্রে 624 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ ৷ নির্বাচন শান্তিপূর্ণ করতে এবং বহিরাগতদের প্রবেশ রুখতে নেপাল সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, অতিরিক্ত আধাসেনা এবং রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে নেপাল সীমান্তবর্তী এলাকায় ৷
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আজ চতুর্থ দফার ভোট ৷ যেখানে যোগী মন্ত্রিসভার আইনমন্ত্রী ব্রজেশ পাঠক, রায়বরেলির বিধায়ক অদিতি সিং এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর গুপ্তার মতো বিজেপির হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে ৷ তাঁদের সঙ্গেই ভাগ্য নির্ধারণ হচ্ছে, উন্নাও বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা উন্নাও গণধর্ষণের শিকার নির্যাতিতার মা আশা সিংয়ের ৷ তিনি কংগ্রেসের হয়ে ভোট দাঁড়িয়েছেন ৷
উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রজেশ পাঠক এবার লখনউ ক্যান্টনমেন্ট থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর প্রতিপক্ষ সমাজবাদী পার্টির প্রার্থী সুরেন্দ্র সিং গান্ধি ৷ তিনি দু’বারের কর্পোরেটরও ৷ উত্তরপ্রদেশের সরোজিনী নগর কেন্দ্রেও এ বার নজর রয়েছে রাজনীতির হুজ হু-দের ৷ যে কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর রাজেশ্বর গুপ্তা ৷ আজ লখিমপুর খেরি কেন্দ্রে পুনর্নির্বাচন রয়েছে ৷ বিজেপি প্রার্থী যোগেশ বর্মার আবেদনে এখানে ফের নির্বাচন হচ্ছে ৷