আল্লুরি (অন্ধ্রপ্রদেশ), 22 নভেম্বর: লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ । অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন 6 জন (Fatal accident claims 6 lives) । ঘটনাটি ঘটেছে আল্লুরির বড্ডাগুডেমে । দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী চিন্তুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।
Accident: লরি-গাড়ির সংঘর্ষ, তীর্থ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত 6 - Fatal accident claims several lives
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত এবং নিহতরা ছত্তিশগড়ের বাসিন্দা । প্রত্যেকেই ভদ্রচলম মন্দির দর্শন করে ফিরছিলেন (Fatal accident claims 6 lives) ।
অন্ধ্রে তীর্থ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত 6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত এবং নিহতরা ছত্তিশগড়ের বাসিন্দা । প্রত্যেকেই ভদ্রচলম মন্দির দর্শন করে ফিরছিলেন (Fatal accident claims several lives in Andhra Pradesh) । একটি দ্রুতগামী লরি এসইউভি'তে ধাক্কা মারে । ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয় ।
আরও পড়ুন: অসমে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত 5 যুবক
Last Updated : Nov 22, 2022, 7:17 PM IST