দিল্লি, 14 ফেব্রুয়ারি:সোমবার মধ্যরাত থেকেই বাধ্যতামূলক হয়ে যাচ্ছে স্বয়ংক্রিয় টোল প্লাজ়া পেমেন্ট সিস্টেম ফাসট্য়াগ৷ রবিবার একটি বিবৃতি জারি করে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ যাঁরা এখনও পর্যন্ত তাঁদের গাড়িতে ফাসট্য়াগ ইনস্টল করেননি বা যাঁদের ট্য়াগ কাজ করবে না, তাঁদের সকলকেই জরিমানা হিসাবে দ্বিগুন টোল ট্য়াক্স দিতে হবে৷
নয়া পদ্ধতিকে সুষ্ঠভাবে পরিচালনা করতে জাতীয় সড়কের সমস্ত টোল প্লাজ়াগুলিতেই যথাযত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বলে দাবি দিল্লির৷
রবিবার পিআইবি-র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক স্থির করেছে জাতীয় সড়়কে অবস্থিত টোলপ্লাজ়াগুলির প্রত্য়েকটি লেনকেই ফাসট্য়াগ পড়ার উপযোগী হিসাবে ঘোষণা করা হবে৷ 15-16 ফেব্রুয়ারির মধ্যরাত থেকেই চালু হবে নয়া ব্য়বস্থা৷ তাই, জাতীয় সড়ক ফি নীতি 2008 অনুসারে, যদি কোনও গাড়ি নয়া ব্য়বস্থা মোতাবেক টোল ট্য়াক্স দিতে অক্ষম হয়, তাহলে তাদের জরিমানা হিসাবে দ্বিগুণ টাকা দিতে হবে৷’’