পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোমবার মধ্যরাত থেকেই বাধ্য়তামূলক ফাসট্য়াগ

15-16 ফেব্রুয়ারির মধ্যরাত থেকেই চালু হবে স্বয়ংক্রিয় টোল প্লাজ়া পেমেন্ট সিস্টেম ফাসট্য়াগ৷ জাতীয় সড়কের টোলপ্লাজাগুলিতে যা প্রত্য়েকের জন্যই বাধ্য়তামূলক৷ এই নিয়ম না মানলে গাড়ির চালক বা মালিককে দ্বিগুণ টাকা জরিমানা হিসাবে দিতে হবে৷

By

Published : Feb 14, 2021, 9:29 PM IST

FASTag Must From Monday, Pay Twice The Toll Fee If You Don't Have It
সোমবার মধ্যরাত থেকেই বাধ্য়তামূলক ফাসট্য়াগ

দিল্লি, 14 ফেব্রুয়ারি:সোমবার মধ্যরাত থেকেই বাধ্যতামূলক হয়ে যাচ্ছে স্বয়ংক্রিয় টোল প্লাজ়া পেমেন্ট সিস্টেম ফাসট্য়াগ৷ রবিবার একটি বিবৃতি জারি করে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ যাঁরা এখনও পর্যন্ত তাঁদের গাড়িতে ফাসট্য়াগ ইনস্টল করেননি বা যাঁদের ট্য়াগ কাজ করবে না, তাঁদের সকলকেই জরিমানা হিসাবে দ্বিগুন টোল ট্য়াক্স দিতে হবে৷

নয়া পদ্ধতিকে সুষ্ঠভাবে পরিচালনা করতে জাতীয় সড়কের সমস্ত টোল প্লাজ়াগুলিতেই যথাযত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বলে দাবি দিল্লির৷

রবিবার পিআইবি-র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক স্থির করেছে জাতীয় সড়়কে অবস্থিত টোলপ্লাজ়াগুলির প্রত্য়েকটি লেনকেই ফাসট্য়াগ পড়ার উপযোগী হিসাবে ঘোষণা করা হবে৷ 15-16 ফেব্রুয়ারির মধ্যরাত থেকেই চালু হবে নয়া ব্য়বস্থা৷ তাই, জাতীয় সড়ক ফি নীতি 2008 অনুসারে, যদি কোনও গাড়ি নয়া ব্য়বস্থা মোতাবেক টোল ট্য়াক্স দিতে অক্ষম হয়, তাহলে তাদের জরিমানা হিসাবে দ্বিগুণ টাকা দিতে হবে৷’’

আরও পড়ুন:চেক পেমেন্টে নতুন পজিটিভ পে ব্যবস্থা চালু হল, জেনে নিন বিশদে

কেন্দ্রীয় সরকারের দাবি, নয়া ব্য়বস্থা পুরো দমে চালু হলে ডিজিটাল লেনদেনের পথে অনেকটাই এগিয়ে যাবে গোটা দেশ৷ টোল দেওয়া সহজ ও দ্রুত হবে৷ টোল ট্য়াক্সগুলিতে অযথা গাড়ির ভিড় বাড়বে না৷ যাত্রী ও চালকদেরও দীর্ঘক্ষণ লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না৷

নয়া ব্য়বস্থায় গাড়িগুলিকে ‘এম’ এবং ‘এন’- এই দু’টি শাখায় বাধ্যতামূলকভাবে ভাগ করা হয়েছে৷ দু’টি ক্ষেত্রেই এখানে ন্য়ূনতম চারচাকার গাড়ির কথা বলা হয়েছে৷ প্রথম শাখার গাড়িতে শুধুমাত্র যাত্রী পরিবহন করা হবে৷ আর দ্বিতীয় শাখাটি বিবেচিত হবে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য৷

ABOUT THE AUTHOR

...view details