উধমপুর (জম্মু), 24 মার্চ: রাম শুধু হিন্দুদের নন, সবার ভগবান । এমনই মত ফারুক আবদুল্লার ৷ এই কথার সূত্র ধরে বৃহস্পতিবার বিজেপিকেও নিশানা করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রধান বলেন, "বিজেপি শুধুমাত্র রামের নাম নিয়ে ক্ষমতায় থাকতে চায় ৷ কিন্তু রাম কেবল হিন্দুদের ঈশ্বর নন ৷" উপত্যকায় প্যান্থার দলের একটি জনসভায় তিনি বলেন, "ভগবান রাম শুধু হিন্দুর ভগবান নয় ৷ দয়া করে এই ধারণা আপনাদের মন থেকে মুছে ফেলুন (Farooq Abdullah said Ram is not Hindus' god alone) ৷ ভগবান রাম প্রত্যেকের- সে মুসলিম ধর্মের হোক অথবা খ্রিস্ট অথবা আমেরিকান অথবা রাশিয়া ৷ যাঁর রামে বিশ্বাস আছে, তাঁরই ভগবান ৷"
বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, "যাঁরা আপনাদের কাছে এসে বলেন যে তাঁরাই শুধু রামের ভক্ত- তাঁরা বোকা ৷ তাঁরা রামের নামে নিজেদের বিক্রি করতে চান ৷ তাঁদের রামের প্রতি কোনও ভালোবাসা নেই, কিন্তু ক্ষমতায় আসার জন্য রামকে কাজে লাগানোর চেষ্টা করছেন ৷" এ প্রসঙ্গে উঠে আসে রাম মন্দিরের কথা ৷ ফারুক আবদুল্লা বলেন, " আমার মনে হয়, জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেভাগে একটি রাম মন্দির উদ্বোধন হবে এখানে ৷ এভাবে আমজনতার মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে ৷"