নয়াদিল্লি, 21 নভেম্বর :কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Prices) বা এমএসপি (MSP) নিশ্চিত করা-সহ তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খোলা চিঠি লিখবেন কৃষকরা ৷ রবিবারের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, কৃষি আইন বাতিলের (Farm Laws Repeal) সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর আন্দোলনের পরবর্তী রণকৌশল স্থির করতে এদিন সিঙ্ঘু সীমানায় বৈঠকে বসেন সংযুক্ত কিষাণ মোর্চার (Samyukt Kisan Morcha) নেতারা ৷ সেই বৈঠকেই প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লেখার বিষয়ে সহমত হন তাঁরা ৷
আরও পড়ুন :Farmers Meeting : পরবর্তী রণকৌশল স্থির করতে সিঙ্ঘু সীমানায় বৈঠক কৃষকদের
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন কৃষক নেতারা ৷ তাঁদের প্রতিনিধি হিসাবে বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখব ৷ তাতে কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য কমিটি গঠন, তার অধিকার, সময়সীমা ও কর্তব্য নিশ্চিত করা ছাড়াও 2020 সালের বিদ্যুৎ বিল এবং কৃষকদের বিরুদ্ধে রুজু হওয়া বিভিন্ন মামলা তুলে নেওয়ার দাবি জানানো হবে ৷ এছাড়া, লখিমপুর খেরির ঘটনার প্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অজয় মিশ্র টেনিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানাব ৷’’