পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

22-এ সংসদ ভবন ঘেরাও কিষান মোর্চার, জানালেন টিকায়েত

রাকেশ টিকায়েত জানান, 22 জুলাই দিল্লি যাবেন আন্দোলনকারী কৃষকরা ৷ তারা সংসদ ভবনের বাইরে বসে বিক্ষোভ দেখাবেন ৷ টানা ঘেরাও আন্দোলন চলবে ৷ প্রতিদিন 200 জন আন্দোলনকারী উপস্থিত থাকবেন আন্দোলন স্থলে ৷

s
s

By

Published : Jul 13, 2021, 10:24 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই : কেন্দ্র আলোচনায় উৎসুক নয়, ফলে সংসদ ভবনের চত্বরে প্রতিবাদে মুখর হবে কৃষকরা ৷ জানালেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷

এদিন রাকেশ টিকায়েত জানান, 22 জুলাই দিল্লি যাবেন আন্দোলনকারী কৃষকরা ৷ তারা সংসদ ভবনের বাইরে বসে বিক্ষোভ দেখাবেন ৷ টানা ঘেরাও আন্দোলন চলবে ৷ প্রতিদিন 200 জন আন্দোলনকারী উপস্থিত থাকবেন আন্দোলন স্থলে ৷

মঙ্গলবার সংযুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলনে যোগ দিতে বিভিন্ন রাজ্যের কৃষক নেতারা আসছেন ৷ দিল্লি সীমান্তে আসছেন পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও কর্ণাটকের কৃষক নেতারা ৷ সংসদে যখন বাদল অধিবেশন চলবে তার মধ্যেই সংসদ ভবন চত্বরে শান্তিপূর্ণ ঘেরাও আন্দোলন চলবে বলে জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা ৷

এছাড়াও আগামী 17 জুলাই অ-এনডিএ সাংসদদের একটি চিঠি দেবে সংযুক্ত কিষান মোর্চা ৷ চিঠিতে ওই সাংসদদের অনুরোধ করা হবে, যাতে সংসদ ভবনের ভেতরে তাদের দাবি তুলে ধরা হয় ৷ বাদল অধিবেশনে যাতে করে তাঁদের বিষয়টি নিয়ে আলোচনা হয় ৷

আরও পড়ুন : কৃষক আন্দোলনে যোগ দেওয়া মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, জানতেন নেতারা

গত বছরের নভেম্বর মাসের 26 তারিখে দিল্লি-হরিয়ানা সীমান্তে কেন্দ্রের তিনটি নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে কৃষকরা ৷ যা এখনও অব্যাহত রয়েছে ৷ এর মধ্যে বেশ কয়েক বার কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের বৈঠক হলেও কাজের কাজ হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details