পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Punjab Assembly Election 2022 : নতুন দল গড়ে পঞ্জাবের ভোটে লড়বেন অন্নদাতারা - কৃষি আইন বাতিল

আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে (Punjab Assembly Election 2022) লড়বেন কৃষকরা ৷ সংযুক্ত কিষাণ মোর্চার অন্তর্গত অন্তত 22টি সংগঠন একজোট হয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে ৷ যার নাম দেওয়া হয়েছে সংযুক্ত সমাজ মোর্চা (Samyukta Samaj Morcha) ৷ এই দলের প্রতীকেই ভোটের ময়দানে নামবেন অন্নদাতারা ৷

farmers will contest in punjab assembly election 2022 under samyukta samaj morcha
Punjab Assembly Election 2022 : নতুন দল গড়ে পঞ্জাবের ভোটে লড়বেন অন্নদাতারা

By

Published : Dec 25, 2021, 8:52 PM IST

চণ্ডীগড়, 25 ডিসেম্বর : টানা আন্দোলনে কেন্দ্রীয় সরকারকে মাথানত করতে বাধ্য করেছে সংযুক্ত কিষাণ মোর্চা (Samyukt Kisan Morcha) ৷ দিল্লির সীমানায় নাছোড় কৃষক আন্দোলনের (Farmer Agitation) জেরে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal) করে নিতে হয়েছে মোদি সরকারকে ৷ আর এবার সেই কৃষকরাই নামছেন ভোটের ময়দানে ৷ আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে (Punjab Assembly Election 2022) লড়বেন অন্নদাতারা ৷ সূত্রের খবর, যে 32টি কৃষক সংগঠন নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা গঠিত হয়েছে, তার মধ্যে অন্তত 22টি সংগঠন একজোট হয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে ৷ যার নাম দেওয়া হয়েছে সংযুক্ত সমাজ মোর্চা (Samyukta Samaj Morcha) ৷

আরও পড়ুন :Ludhiana court blast update : লুধিয়ানা আদালতে বিস্ফোরণের নেপথ্যে ড্রাগ মাফিয়া, দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

সংযুক্ত সমাজ মোর্চার তরফে চণ্ডীগড়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ সেখানে দলের নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘‘প্রশাসনে পরিবর্তন আসাটা জরুরি ৷ সেই কারণেই আমরা নতুন দল তৈরি করে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের সমর্থন করুন ৷’’ খুব সম্ভবত, 117 আসনের পঞ্জাব বিধানসভার সবক’টি আসনেই প্রার্থী দেবে সংযুক্ত সমাজ মোর্চা ৷ সূত্রের খবর, সেই মতোই ঘুঁটি সাজাচ্ছে তারা ৷

আরও পড়ুন :Ludhiana Court Blast : শান্তি ভঙ্গকারীদের রেয়াত নয়, লুধিয়ানা আদালতে বিস্ফোরণের পর মন্তব্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

সদ্যগঠিত দলের নেতাদের বক্তব্য, কৃষক আন্দোলনে তাঁরা সফল হয়েছেন ৷ কিন্তু, সেখানেই লড়াই শেষ হয়ে যায়নি ৷ কারণ, তিন বিতর্কিত কৃষি আইন বাতিলের পর ঘরে ফিরে কৃষকরা বুঝতে পারেন, তাঁদের উপর প্রবল চাপ রয়েছে ৷ এই চাপ রাজনৈতিক ৷ আর তার মোকাবিলা রাজনৈতিকভাবেই করা দরকার ৷ সেই কারণেই নতুন দল গঠন করে ভোটের লড়ার সিদ্ধান্ত নেন কৃষক নেতারা ৷ তাঁদের বিশ্বাস, মানুষ সঙ্গে থাকলে এই যুদ্ধেও জয়ী হবেন তাঁরাই ৷ সূত্রের দাবি, আগামিদিনে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গেও গাঁটছড়া বাঁধতে পারে সংযুক্ত সমাজ মোর্চা ৷

ABOUT THE AUTHOR

...view details