পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rail Roko India : আজ দেশজুড়ে ছয় ঘন্টার 'রেল রোকো' কর্মসূচি সংযুক্ত কিষাণ মোর্চার - 'রেল রোকো'

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে আজ দেশজুড়ে 'রেল রোকো'-এর ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ আজ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত 6 ঘণ্টা এই 'রেল রোকো' পালন করবে তারা ৷ অজয় মিশ্রর মন্ত্রীপদ খারিজের দাবিও তোলা হয়েছে ৷

Rail Roko India
দেশজুড়ে 'রেল রোকো'-এর ডাক সংযুক্ত কিষাণ মোর্চার

By

Published : Oct 18, 2021, 9:40 AM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর : উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে 4 কৃষক সহ মোট 8 জনকে গাড়ি চাপা দিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস মিশ্র ৷ এই ঘটনার প্রতিবাদে আজ দেশজুড়ে 'রেল রোকো'-এর ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা ৷ আজ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত 6 ঘণ্টা ধরে এই 'রেল রোকো' কর্মসূচি পালন করবে তাঁরা ৷ পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর মন্ত্রীপদ খারিজের দাবিও তুলেছেন তাঁরা ৷

লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সরব হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল ৷ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরাও ৷ এবার সংযুক্ত কিষাণ মোর্চার এই 'রেল রোকো' ঘটনার প্রতিবাদে নতুন মাত্রা যোগ করতে চলেছে ৷ সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, অজয় মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রীপদ থেকে বরখাস্ত করা হোক ৷ নাহলে লখিমপুর খেরির ঘটনার বিচার প্রক্রিয়ায় তিনি প্রভাব খাটাতে পারেন ৷ ফলে ঘটনায় মৃতদের পরিবারও সঠিক বিচার নাও পেতে পারেন ৷ তবে কৃষক সংগঠনের প্রতিবাদ যে শান্তিপূর্ণ হবে তাও বলা হয়েছে এক বিবৃতিতে ৷

আরও পড়ুন :Varun Gandhi : লখিমপুরের ঘটনাকে হিন্দু-শিখ লড়াই হিসাবে ব্যখ্যার চেষ্টা ভয়ঙ্কর, সরব বরুণ গান্ধি

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস মিশ্রকে লখিমপুরের ঘটনার জন্য গত 14 অক্টোবর গ্রেফতার করা হয় ৷ ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে আশিস ৷ দেশের বিরোধী দলগুলি এবং বিভিন্ন সংগঠন মনে করছে, তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন অজয় মিশ্র ৷ যে কারণে আজকের এই প্রতিবাদ কর্মসূচি সংযুক্ত কিষাণ মোর্চার ৷

ABOUT THE AUTHOR

...view details