দিল্লি, 22 জানুয়ারি: কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষকদের একাদশতম বৈঠকেও জট খুলল না। একদিকে নয়া তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্তে তাঁরা অনড় বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা। আবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকার যাবতীয় প্রস্তাব দিয়ে ফেলেছে। তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নিন কৃষকরা। এই নিয়ে পরবর্তী কোনও বৈঠকের দিনক্ষণ আজ ঠিক হয়নি।
নয়া তিন কৃষি আইন নিয়ে জট খুলতে আজ বিক্ষোভরত কৃষকদের সঙ্গে একাদশ দফার বৈঠকে বসে কেন্দ্রীয় সরকার। যদিও আগের বৈঠকে কেন্দ্রের দেওয়া প্রস্তাব বৃহস্পতিবারই খারিজ করে দিয়েছিলেন কৃষকরা। কেন্দ্র 18 মাসের জন্য নয়া কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। প্রাথমিকভাবে সুর নরম করলেও, পরে নিজেদের মধ্যে আলোচনার পর বিক্ষোভরত কৃষকরা জানিয়ে দেন, কেন্দ্রের সেই প্রস্তাবেও তাঁরা রাজি নন। 18 মাসের জন্য নয়, কৃষি আইন সম্পূর্ণ রদ করা হলে তবেই উঠবে আন্দোলন। তবে সরকারের তরফে এ দিনের বৈঠকের পর জানানো হয়েছে, ''আমরা কৃষকদের প্রস্তাব দিয়েছি। তার থেকে ভালো কোনও প্রস্তাব তাঁদের কাছে থাকলে তাঁরা আমাদের তা জানান।'' কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, ''কেন্দ্রীয় সরকার ফের কৃষকদের সঙ্গে বৈঠকের জন্য তৈরি রয়েছে।''