পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিষ্ঠুরতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছেন কৃষকরা : রাহুল

এদিন পঞ্জাব থেকে হরিয়ানায় ঢোকার রাস্তা ব্য়ারিকেড দিয়ে বন্ধ করে দেয় সেখানকার প্রশাসন ৷ একাধিক স্তরে ব্য়ারিকেড তৈরি করে হরিয়ানা পুলিশ ৷ উত্তেজনা তৈরি হয় হরিয়ানায় আন্তরাজ্য় সীমান্ত শম্ভুতে, যখন পুলিশ শতাধিক কৃষককে ছত্রভঙ্গ করতে জল কামান ছোড়ে ৷

farmers-standing-resolutely-in-face-of-modi-govts-cruelty-rahul
নিষ্ঠুরতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছেন কৃষকরা : রাহুল

By

Published : Nov 26, 2020, 9:22 PM IST

দিল্লি, 26 নভেম্বর : নয়া কৃষি আইনের বিরোধিতায় ‘দিল্লি চলো’ অভিযান শুরু করেছে কৃষকরা ৷ বৃহস্পতিবার সেই মিছিল রাজধানীতে যাওয়া ঠেকাতে হরিয়ানা পুলিশ জল কামান ব্য়বহার করে ৷ তারই নিন্দায় সরব হলেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি কৃষকদের প্রশংসায় তিনি বলেন, নিষ্ঠুরতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন কৃষকরা ৷ এ নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নেন তিনি ৷

এদিন পঞ্জাব থেকে হরিয়ানায় ঢোকার রাস্তা ব্য়ারিকেড দিয়ে বন্ধ করে দেয় সেখানকার প্রশাসন ৷ একাধিক স্তরে ব্য়ারিকেড তৈরি করে হরিয়ানা পুলিশ ৷ উত্তেজনা তৈরি হয় হরিয়ানায় আন্তরাজ্য় সীমান্ত শম্ভুতে, যখন পুলিশ শতাধিক কৃষককে ছত্রভঙ্গ করতে জল কামান ছোড়ে ৷ সেই ঘটনার একটি ভিডিয়ো টুইট করে রাহুল গান্ধি লেখেন, দেশের কৃষকরা সাহস ও দৃঢ়তার সঙ্গে মোদি সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছেন ৷ কৃষকদের মনোবল বাড়াতে হিন্দিতেও সেই ভিডিয়োটি শেয়ার করেন রাহুল গান্ধি ৷

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও কৃষকদের উপর জল কামান ছোড়ার তীব্র নিন্দা করে টুইটে লেখেন, কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো কৃষকদের কথা না শুনে, মোদি সরকার এই ঠাণ্ডা তাঁদের উপর জল ছেটাচ্ছেন ৷ সেই টুইটে তিনি আরও লেখে, কৃষকদের থেকে সব কিছু কেড়ে নিয়ে, ব্যাঙ্ক, ঋণ মুকুব, বিমানবন্দর, রেল স্টেশন সব বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কেন্দ্র ও হরিয়ানা সরকারকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্য়মন্ত্রী মনোহর লাল খট্টর কৃষকদের সামনে বাহিনীকে দাঁড় করিয়ে কী বার্তা দিতে চাইছেন?

এদিন ঘাগার নদীর তীরে ট্রাক্টর এবং ট্রাক দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান কৃষকরা ৷ তাঁদের হাতে কালো পতাকা ছিল ৷ অন্য়দিকে, হরিয়ানা সরকারের তরফে জানানো হয়েছে 27 নভেম্বর পর্য়ন্ত হরিয়ানার আন্তরাজ্য় সীমান্ত বন্ধ থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details