দিল্লি, 26 নভেম্বর : নয়া কৃষি আইনের বিরোধিতায় ‘দিল্লি চলো’ অভিযান শুরু করেছে কৃষকরা ৷ বৃহস্পতিবার সেই মিছিল রাজধানীতে যাওয়া ঠেকাতে হরিয়ানা পুলিশ জল কামান ব্য়বহার করে ৷ তারই নিন্দায় সরব হলেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি কৃষকদের প্রশংসায় তিনি বলেন, নিষ্ঠুরতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন কৃষকরা ৷ এ নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নেন তিনি ৷
এদিন পঞ্জাব থেকে হরিয়ানায় ঢোকার রাস্তা ব্য়ারিকেড দিয়ে বন্ধ করে দেয় সেখানকার প্রশাসন ৷ একাধিক স্তরে ব্য়ারিকেড তৈরি করে হরিয়ানা পুলিশ ৷ উত্তেজনা তৈরি হয় হরিয়ানায় আন্তরাজ্য় সীমান্ত শম্ভুতে, যখন পুলিশ শতাধিক কৃষককে ছত্রভঙ্গ করতে জল কামান ছোড়ে ৷ সেই ঘটনার একটি ভিডিয়ো টুইট করে রাহুল গান্ধি লেখেন, দেশের কৃষকরা সাহস ও দৃঢ়তার সঙ্গে মোদি সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছেন ৷ কৃষকদের মনোবল বাড়াতে হিন্দিতেও সেই ভিডিয়োটি শেয়ার করেন রাহুল গান্ধি ৷