পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Farmers returning homes : 378 দিনের অবস্থান শেষ, দিল্লি সীমানা থেকে ঘরের পথে কৃষকরা - কৃষক আন্দোলন

কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে জয় হয়েছে কৃষকেদের ৷ এবার দিল্লি-টিকরি-সিংঘু সীমানা থেকে লোটা-কম্বল গুটিয়ে বাড়ির দিকে চলতে শুরু করেছেন তাঁরা (Farmers returning homes today) ৷ আজ হবে বিজয় মিছিল, 378 দিন পর ৷

Farmers returning homes
দিল্ল থেকে ঘরে ফিরছেন কৃষকেরা

By

Published : Dec 11, 2021, 9:49 AM IST

Updated : Dec 11, 2021, 11:20 AM IST

নয়া দিল্লি, 11 ডিসেম্বর : অবশেষে ঘরে ফিরছেন কৃষকেরা ৷ কেন্দ্রীয় সরকার তাদের দাবিদাওয়া মেনে নেওয়ায় দিল্লি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা বা এসকেএম (Samyukt Kisan Morcha, SKM) ৷ আজ 11 ডিসেম্বর, সেই দিন (Farmers returning homes today) ৷

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রের 3টি বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সীমানায় শীত-গ্রীষ্ম-বর্ষা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন ৷ এক শীতে শুরু হয়েছিল, আরেক শীতে বাড়ি যাচ্ছেন তাঁরা ৷ দিল্লির সিংঘু-টিকরি-গাজিয়াবাদে আজ 'বিজয় মিছিল' (Victory March) বের হবে ৷ অস্থায়ী ঘর খোলার কাজ শুরু হয়েছে, চলতে শুরু করেছে ট্র্যাক্টরের চাকা ৷

আরও পড়ুন : Rajya Sabha passes Farm Laws Repeal Bill 2021:লোকসভার পর রাজ্যসভাতেও পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

জুন, 2020

অর্ডিন্যান্সের মাধ্যমে পাশ করা হয় তিনটি বিতর্কিত কৃষি বিল ৷

  • 'ফারমার্স প্রোডিউস ট্রেড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল 2020 (Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020),
  • 'ফারমার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিউরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল, 2020 (Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Bill)
  • এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল 2020 (Essential Commodities (Amendment) Bill 2020.)

সেপ্টেম্বর, 2020

বিতর্কিত 3টি কৃষি বিল সংসদে পাশ করে আইনে পরিণত করে মোদি সরকার ৷ আগে থেকেই এই কৃষি বিল নিয়ে ক্ষোভ দানা বেঁধেছিল কৃষকদের মধ্যে ৷ এবার তা আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল ৷

26 নভেম্বর, 2020

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় সিংঘু-টিকরি-গাজিয়াবাদে জড়ো হয় উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা থেকে আসা কৃষকেরা ৷ শুরু হয় লাগাতার অবস্থান, বিক্ষোভ ৷

সরকারের সঙ্গে বারে বারে বৈঠক হলেও বিজেপি সরকার কিছুতেই তিনটি আইন প্রত্যাহার করে নিতে রাজি হয়নি ৷ আর কৃষকেরাও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলে, এই কৃষি আইনের ফলে তাঁরা ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Price) থেকে বঞ্চিত হবেন ৷ তাই পিছু হঠার কোনও প্রশ্ন নেই ৷

আরও পড়ুন : Union Cabinet on Farm Laws Repeal : কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন বাতিলের প্রস্তাবে সিলমোহর

26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে 'দিল্লি চলো' আন্দোলনে নামেন কৃষকেরা ৷ ট্র্যাক্টর মিছিল পৌঁছায় লাল কেল্লায় ৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে কৃষকদের ৷ গ্রেফতার হন বহু কৃষক ৷

কিন্তু সরকার নিজের অবস্থানে অনড় ছিল ৷ সম্প্রতি 19 নভেম্বর প্রধানমন্ত্রী দেশের প্রতি বার্তায় এই তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা জানান ৷ ক্ষমা চেয়ে নেন কৃষকদের কাছে ৷ এরপর 24 নভেম্বর মন্ত্রিসভায় কৃষি আইন প্রত্যাহার প্রস্তাব গৃহীত হয় ৷

শীতকালীন অধিবেশনের প্রথম দিন 29 নভেম্বর লোকসভা ও রাজ্য়সভায় কৃষি আইন প্রত্যাহার আইন, 2021 (Farm laws repeal act 2021) পাশ হয়ে যায় ৷ 9 ডিসেম্বর ন্যূনতম সহায়ক মূল্য-সহ কৃষকদের আরও বেশ কিছু দাবিদাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চিঠি দেয় মোদি সরকার ৷ অতঃপর ঘরে ফেরার সিদ্ধান্ত ৷

আরও পড়ুন : Amit Shah talks to Farmers: কৃষক নেতাদের ফোন শাহের, দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি

কৃষক আন্দোলনের অন্যতম নেতা বিকেইউ-এর রাকেশ টিকায়েত জানিয়েছেন, তিনি 15 ডিসেম্বর আন্দোলনস্থল ছেড়ে যাবেন ৷ পরিস্থিতি বুঝে পর্যালোচনা করার জন্য 15 জানুয়ারি ফের দিল্লি আসবেন কৃষকেরা ৷

Last Updated : Dec 11, 2021, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details