নয়াদিল্লি, 12 ডিসেম্বর : একবছরের দীর্ঘ আন্দোলন প্রত্যাহারের একদিনের মধ্যে প্রায় ফাঁকা দিল্লির সিঙ্ঘু সীমানা (Farmers vacate Delhi borders) ৷ আন্দোলনকারী অধিকাংশ কৃষকই নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন ৷ জয় কিষাণ আন্দোলন নামে এক কৃষক সংগঠনের-সহ সভাপতি দীপক লাম্বা জানিয়েছেন, 80 শতাংশ কৃষক সিঙ্ঘু সীমানা থেকে সরে গিয়েছেন ৷ আর গাজিপুর সীমানায় আন্দোলনকারী কৃষকদের 50 শতাংশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ একই ভাবে তিকরি সীমানায় আন্দোলনকারী কৃষকদের 60-70 শতাংশ ফিরে গিয়েছেন ৷
তবে দিল্লি এবং সংলগ্ন রাজ্যের সীমানা পুরোপুরিভাবে 15 ডিসেম্বর থেকে খুলে যাবে ৷ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছিল, 15 ডিসেম্বরের মধ্যে বন্ধ থাকা দিল্লির সবক'টি প্রবেশপথ খালি করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার এক বছরের উপর চলা কৃষকদের আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে সংযুক্ত কিষাণ মোর্চা (Ending Year Long Anti Farm Laws Protest) ৷ সেই ঘোষণার পরই কৃষকদের তৈরি অস্থায়ী ক্যাম্পগুলি খোলার কাজ শুরু হয় ৷ এমনকি ওইদিনই আন্দোলনকারী বহু কৃষক ফিরতে শুরু করেন ৷ আর গতকাল সকাল থেকে ধীরে ধীরে খালি হতে শুরু করে দিল্লির সীমানা (Farmers Returning Home) ৷