দিল্লি, 7 ফেব্রুয়ারি : শনিবার কৃষক নেতা রাকেশ টিকাইত কেন্দ্রকে কৃষি আইন বাতিলের জন্য নির্দিষ্ট সময় দেন ৷ এই হুঙ্কারের পর নতুন করে প্রাণ পাচ্ছে কৃষক আন্দোলন ৷ যে সব আন্দোলনকারী সাধারণতন্ত্রের দিবসের দিন ট্রাক্টর মিছিলের ঘটনার পর বিক্ষোভ থেকে পিছিয়ে গেছিলেন ধীর ধীরে তাঁরা অনেকেই ফিরে আসতে শুরু করেছেন ৷ উল্লেখ্য, সাধারণতন্ত্রের দিবসের ঘটনার পর বহু কৃষক আন্দোলন ছেড়ে যান ৷ এরপর তাঁরা ফিরে আসেন যখন কৃষক নেতা রাকেশ টিকাইত সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তার পরেই ৷ এবার চাক্কা জ্যাম ও কেন্দ্রকে রাকেশের আইন বাতিলের সময় বেঁধে দেওয়ার পর ফের নতুন করে প্রাণ পাচ্ছে আন্দোলন ৷
গতকাল চাক্কা জ্যাম কর্মসূচি শেষে ভারতীয় কিষান ইউনিয়ান নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দেন, চাপ সৃষ্টি করে তাঁদের সরকারের সঙ্গে সঙ্গে আলোচনায় বসানো যাবে না । তিনি আরও বলেন, আগামী গান্ধি জয়ন্তী অর্থাৎ 2 অক্টোবরের মধ্যে কেন্দ্রকে নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে, না হলে ভবিষ্যতে আন্দোলন নিয়ে নতুন পরিকল্পনার কথা ভাবা হবে । দাবি পূরণ না হলে কৃষকরা যে বাড়ি ফিরছেন না, দিল্লিতে একই ভাবে আন্দোলন চালিয়ে যাবেন তা এই দিন স্পষ্ট কথায় জানান কিষান ইউনিয়ান নেতা ।