দিল্লি, 20 জানুয়ারি : নতুন তিনটি কৃষি আইন নিয়ে অচলাবস্থা কাটাতে গত সপ্তাহেই একটি কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই কমিটি নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের কড়া সমালোচনা করল শীর্ষ আদালত৷ আদালতের তরফে সরাসরি জানানো হয়েছে যে ওই কমিটির সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা নেই৷ প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন যে ওই কমিটিকে সকলের কথা শোনার বিষয়ে বলা হয়েছে৷ কিন্তু ওই কমিটির ওই আইন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা নেই৷ কমিটি শুধু সবপক্ষের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টকে রিপোর্ট পেশ করবে৷
গত বছরের সেপ্টেম্বরে বাদল অধিবেশন চলাকালীন মোদি সরকার তিনটি নতুন কৃষি আইন পাশ করায়৷ এই আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা৷ আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টেও মামলা হয়৷ গত সপ্তাহে ওই মামলার শুনানিতে শীর্ষ আদালত তিনটি কৃষি আইনের উপর স্থগিতাদেশ দেয়৷ আর একটি কমিটি গড়ে বিষয়টির সমাধান করার চেষ্টা করে৷