দিল্লি, 2 ফেব্রুয়ারি: যে কোনওভাবে কৃষকদের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে কোনও কসুর বাকি রাখছে না দিল্লি পুলিশ। বিক্ষোভরত কৃষকদের আটকাতে ব্যারিকেডের সামনে মাটিতে পেরেক পুঁতে রাখা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গাজিপুর ও তিকরি সীমানা।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার রাতেই এলাকা পরিদর্শনে যান দিল্লির নগরপাল এসএন শ্রীবাস্তব। গাজিপুর সীমানা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। কৃষকদের গতিবিধি রুখতে রাস্তার উপর পেরেক পুঁতে রাখা হয়েছে ও কাঁটাতারের বেড়া করা হয়েছে।
আরও পড়ুন: বাজেটের পরদিনই কৃষক বিক্ষোভ নিয়ে উত্তাল রাজ্যসভা, ওয়াক আউট বিরোধীদের
মঙ্গলবার গাজিপুরে কৃষকদের বিক্ষোভ 67তম দিনে পড়েছে। তিন কৃষি আইনের প্রতিবাদে 26 নভেম্বর থেকে সেখানে বিক্ষোভ শুরু করেছেন কৃষকরা। কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি।
আরও পড়ুন: দিল্লি পুলিশের হাতে লোহার রড, ধাতব বর্ম
বাজেট অধিবেশনে সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতা বয়কট করার পর বাজেট পেশের পরদিনও এই নিয়ে সংসদে ঝড় তুলেছেন বিরোধী দলের সাংসদরা। অন্যান্য বিতর্ক ও আলোচনা সরিয়ে রেখে কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের আন্দোলন নিয়ে আলোচনার নোটিস দিয়েছিল বিরোধীরা। তবে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তাতে সম্মতি না-দেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু হয়। ওয়াকআউট করে রাজ্যসভা থেকে বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা।