পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Farmers adamant on MSP : এমএসপি আইনের দাবিতে অনড় কৃষকরা, আজ লখনউয়ে মহাপঞ্চায়েত - সংযুক্ত কিষান মোর্চা

কৃষি আইন বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এবার ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন (MSP) তৈরিতে অনড় কৃষকরা ৷ আজ লখনউয়ে তাঁদের মহাপঞ্চায়েত (Farmers Mahapanchayat) রয়েছে ৷

farmers-organisations-adamant-on-msp-kisan-mahapanchayat-in-lucknow-today
Farmers organisations adamant on MSP : এমএসপি আইনের দাবিতে অনড় কৃষকরা, আজ লখনউয়ে মহাপঞ্চায়েত

By

Published : Nov 22, 2021, 1:37 PM IST

নয়াদিল্লি/লখনউ, 22 নভেম্বর : তিনটি কৃষি আইন বাতিলের (Farm Laws Repeal) ঘোষণা আগেই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session) বিল পাস করিয়ে ওই আইন বাতিলের প্রস্তুতিও শুরু করেছে মোদি সরকার (Modi Government) ৷

কিন্তু এই পরিস্থিতিতেও আন্দোলনের রাশ আলগা করতে নারাজ কৃষক সংগঠনগুলি ৷ সোমবার লখনউতে কৃষকরা মহাপঞ্চায়েতের (Farmers Mahapanchayat) পাশাপাশি বিক্ষোভও দেখাবেন ৷ তাঁরা ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়ে আইনের দাবিতে সরকারের উপর চাপ বাড়তে চান ৷

আরও পড়ুন :SKU writes open letter to Modi : দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন, মোদিকে খোলা চিঠিতে স্পষ্ট কৃষকরা

কৃষক আইন বাতিলের প্রক্রিয়া

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, যদি কৃষি আইন প্রত্যাহার নিয়ে বিলের অনুমোদন করাতে হয়, তাহলে তা নিয়ে আগামী বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা করা হবে ৷ যাতে আসন্ন শীতকালীন অধিবেশনে ওই বিল পেশ করা যায় ৷ আগামী 29 নভেম্বর সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ৷

আরও পড়ুন :Farmers write open letter to PM : দাবিদাওয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখবেন কৃষকরা

কৃষক আন্দোলন

কেন্দ্রের আনা কৃষি আইন বাতিলের দাবিতে 40টি কৃষক সংগঠনকে নিয়ে তৈরি সংযুক্ত কিষান মোর্চা (Samyukta Kisan Morcha) গত এক বছর ধরে আন্দোলন চালাচ্ছে ৷ গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেন ৷ তারপর আন্দোলনকারী মোর্চা (SKM) নিজেদের মধ্যে বৈঠক করে ৷ সেখানেই ঠিক হয় যে আন্দোলন চালিয়ে যাওয়া হবে ৷

এর আগে কৃষকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আগামী 29 নভেম্বর সংসদ চলো অভিযান করবেন ৷ কারণ, ওই দিনই সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৷ মোদির ঘোষণার পরও সেই কর্মসূচি থেকে পিছু হঠছেন না কৃষকরা ৷

কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, ‘‘আমরা কৃষি আইন বাতিলের ঘোষণা নিয়ে আলোচনা করেছি ৷ তার পর ঠিক হয়েছে যে মোর্চার আগে থেকে ঠিক করা কর্মসূচিগুলি পালন করা হবে ৷ সোমবার কিষান পঞ্চায়েত (Kisan Panchayat) লখনউতে হবে ৷ সমস্ত সীমানায় 26 নভেম্বর বিক্ষোভ হবে ৷ 29 নভেম্বর সংসদ অভিযান করা হবে ৷’’

আরও পড়ুন :Farmers Meeting : পরবর্তী রণকৌশল স্থির করতে সিঙ্ঘু সীমানায় বৈঠক কৃষকদের

কৃষক আন্দোলনের ভবিষ্যৎ

গত এক বছর ধরে কৃষকরা দিল্লির সীমানায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ তাঁদের মূল দাবি ছিল কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিল করতে হবে ৷ সেই দাবি পূরণ হয়েছে ৷ কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আইন-সহ একাধিক দাবি ছিল কৃষকদের ৷ সেগুলি নিয়ে আন্দোলন কোন পথে এগোবে, এটা ঠিক করতে আগামী 27 নভেম্বর বৈঠক সব সংযুক্ত কিষান মোর্চা ৷

কৃষি বিল প্রত্যাহার নিয়ে বিরোধীদের প্রশ্ন

প্রধানমন্ত্রী কৃষি বিল প্রত্যাহারের কথা বলেছেন ৷ কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Former Congress president Rahul Gandhi) থেকে সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতারা মোদির ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷ তাঁদের অভিযোগ, মোদি বরাবরই মিথ্যা প্রতিশ্রুতি দেয় ৷ অন্যদিকে শিবসেনা (Shiv Sena) মৃত কৃষকদের পরিবারকে পিএম কেয়ারস ফান্ড (PM Cares Fund) থেকে টাকা দেওয়ার দাবি তুলেছে ৷

আরও পড়ুন :Kangana Ranaut : খালিস্তানি জঙ্গির সঙ্গে কৃষকদের তুলনা, কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ABOUT THE AUTHOR

...view details