পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Farmers Meeting : পরবর্তী রণকৌশল স্থির করতে সিঙ্ঘু সীমানায় বৈঠক কৃষকদের

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি ৷ এবার তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে ? তা ঠিক করতেই রবিবার সিঙ্ঘু সীমানায় বৈঠকে বসলেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা ৷

farmers meeting at singhu border to discuss further strategy
Farmers Meeting : পরবর্তী রণকৌশল স্থির করতে সিঙ্ঘু সীমানায় বৈঠক কৃষকদের

By

Published : Nov 21, 2021, 2:28 PM IST

সোনিপত, 21 নভেম্বর : কৃষক আন্দোলনের পরবর্তী রণকৌশল স্থির করতে রবিবার বৈঠকে বসলেন সংযুক্ত কিষাণ মোর্চার (United Kisan Morcha) নেতারা ৷ গত শুক্রবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের (Farm Laws Repeal) সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তবে শুধুমাত্র আইন বাতিল নয়, সেইসঙ্গে আরও কিছু দাবিদাওয়া ছিল আন্দোলনকারী কৃষকদের ৷ তাই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা দরকার বলে আগেই জানিয়েছিলেন কৃষক নেতারা ৷ সেই অনুসারেই রবিবার বৈঠক শুরু হয় ৷ সিঙ্ঘু সীমানায় (Singhu border), এতদিন যেখানে নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কৃষকরা, সেখানেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে ৷

আরও পড়ুন :Farm Laws Repeal : আইন প্রত্যাহার হলেও কৃষকদের বাকি দাবিগুলি মিটবে কি ?

সূত্রের খবর, এদিনের এই আলোচনায় সংশ্লিষ্ট নয় সদস্যের কমিটি অংশগ্রহণ করেছে ৷ বৈঠকে কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ৷ পাশাপাশি, আন্দোলন চলাকালীন যে কৃষকদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে যাতে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হয়, তা নিশ্চিত করতে যা যা করা দরকার, সেই কর্মপন্থা নিয়েও আলোচনা হবে এদিনের বৈঠকে ৷

আরও পড়ুন :Rakesh Tikait on Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

প্রসঙ্গত, প্রাথমিকভাবে শনিবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে সময়সূচি বদলে রবিবার করা হয় ৷ এতদিন সিঙ্ঘুর পাশাপাশি গাজিপুর এবং টিকরি সীমানাতেও শিবির তৈরি করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কৃষকরা ৷ এবার সেখান থেকে ব্যারিকেড সরানোর প্রক্রিয়া শুরু করতে হবে ৷ কীভাবে সেই কাজ এগোবে, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা করা হতে পারে ৷ তবে সংযুক্ত কিষাণ মোর্চার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল, আগামী দিনে তাঁদের দাবিদাওয়া সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া ৷ যার মধ্যে অন্যতম, কৃষিপণ্য়ের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা ৷ এনিয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে বলে দাবি সূত্রের ৷

ABOUT THE AUTHOR

...view details