পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

40 লাখ ট্র্যাক্টরে সংসদ অভিযানের হুমকি টিকায়েতের - রাকেশ টিকায়েত

এবার সংসদ অভিযানের পথে কৃষকরা । তিন কৃষি আইন বাতিল না-হলে 40 লাখ ট্র্যাক্টর নিয়ে সংসদ ঘেরাও করা হবে বলে হুমকি দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত ।

Farmers' Leader Rakesh Tikait Warns Of March To Parliament
এবার 40 লাখ ট্র্যাক্টর নিয়ে সংসদ অভিযান, কেন্দ্রকে হুমকি টিকায়েতের

By

Published : Feb 24, 2021, 7:32 AM IST

Updated : Feb 24, 2021, 9:37 AM IST

সিকার (রাজস্থান), 24 ফেব্রুয়ারি: বিক্ষোভের সুর চড়ালেন কৃষকরা । নয়া তিন কৃষি আইন বাতিল না-করলে কৃষকরা সংসদ ঘেরাও করবেন বলে হুমকি দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত । যে কোনও সময়ে দিল্লি অভিযানের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি । এ জন্য বিক্ষোভরত কৃষকদের তৈরি থাকতেও বলেছেন তিনি।

মঙ্গলবার রাজস্থানের সিকালে সংযুক্ত কিষান মোর্চার কৃষক মহাপঞ্চায়েতে বক্তব্য রাখার সময় টিকাইত বলেন, ''এ বার সংসদ ঘেরাওয়ের ডাক দেওয়া হবে । আমরা এটা ঘোষণা করব ও তারপর দিল্লির পথে অভিযান চালাব । এ বার চার লাখ ট্র্যাক্টরের পরিবর্তে অভিযানে থাকবে 40 লাখ ট্র্যাক্টর ।'' কবে এই অভিযান করা হবে তা খুব শিগগিরই ঠিক করা হবে বলে তিনি জানিয়েছেন । বিক্ষোভরত কৃষকরা ইন্ডিয়া গেটের কাছে পার্কের জমি চাষ করে সেখানে ফসল ফলাবেন বলেও হুঁশিয়ারি দেন টিকায়েত ।

26 জানুয়ারি ট্র্যাক্টর মিছিলে হিংসার ঘটনা ঘটিয়ে দেশের কৃষকদের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চালানো হয়েছিল । তাঁর কথায়, ''দেশের কৃষকরা তেরঙাকে ভালোবাসেন । তবে এই দেশের নেতারা তা ভালোবাসেন না ।'' কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে গিয়ে টিকাইত আরও বলেছেন, তিন কৃষি আইন বাতিল না-হলে বড় কোম্পানিগুলির গুদামঘর ধ্বংস করে দেবেন বিক্ষোভরত কৃষকরা ।

আরও পড়ুন:দাবি না মানলে পিছু হঠব না, কেন্দ্রকে হঁশিয়ারি রাকেশ টিকায়েতের

স্বরাজ আন্দোলনের নেতা যোগেন্দ্র যাদব, অল ইন্ডিয়া কিষান সভার জাতীয় সহ-সভাপতি আমরা রাম, কিষান ইউনিয়নের জাতীয় সাধারণ সম্পাদক চৌধরি যুধবীর সিং-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন মহাপঞ্চায়েতে ।

Last Updated : Feb 24, 2021, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details