সিকার (রাজস্থান), 24 ফেব্রুয়ারি: বিক্ষোভের সুর চড়ালেন কৃষকরা । নয়া তিন কৃষি আইন বাতিল না-করলে কৃষকরা সংসদ ঘেরাও করবেন বলে হুমকি দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত । যে কোনও সময়ে দিল্লি অভিযানের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি । এ জন্য বিক্ষোভরত কৃষকদের তৈরি থাকতেও বলেছেন তিনি।
মঙ্গলবার রাজস্থানের সিকালে সংযুক্ত কিষান মোর্চার কৃষক মহাপঞ্চায়েতে বক্তব্য রাখার সময় টিকাইত বলেন, ''এ বার সংসদ ঘেরাওয়ের ডাক দেওয়া হবে । আমরা এটা ঘোষণা করব ও তারপর দিল্লির পথে অভিযান চালাব । এ বার চার লাখ ট্র্যাক্টরের পরিবর্তে অভিযানে থাকবে 40 লাখ ট্র্যাক্টর ।'' কবে এই অভিযান করা হবে তা খুব শিগগিরই ঠিক করা হবে বলে তিনি জানিয়েছেন । বিক্ষোভরত কৃষকরা ইন্ডিয়া গেটের কাছে পার্কের জমি চাষ করে সেখানে ফসল ফলাবেন বলেও হুঁশিয়ারি দেন টিকায়েত ।