নয়াদিল্লি, 8 মে: কুস্তিগীরদের ধরনাস্থলে পৌঁছাতে পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার অভিযোগ উঠল কৃষকদের বিরুদ্ধে ৷ সোমবার ঘটনাটি ঘটে নয়াদিল্লিতে ৷ সেখানে যন্তর মন্তর চত্বরে ধরনায় বসেছেন ভারতের কুস্তিগীররা ৷ ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে ধরনা চলছে কয়েকদিন ধরে ৷
প্রসঙ্গত, এর আগেও ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ সেই কারণে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ ৷ অভিযোগ, সোমবার সেই ব্যারিকেড টপকে কৃষকরা যন্তর মন্তর চত্বরে প্রবেশের চেষ্টা করে ৷ এই নিয়ে সেখানে এ দিন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার প্রণব তয়াল জানিয়েছেন, কৃষকরা সেখানে উপস্থিত হবেন বলে ব্যারিকেড সরিয়ে জায়গা করে দেওয়া হয় ৷ কৃষকদের প্রবেশের জন্য পর্যাপ্ত পথও করে দেওয়া ছিল ৷ তার পরও কয়েকজন কৃষক অত্যন্ত তাড়াহুড়োয় ছিলেন ৷ সেই কারণে কেউ কেউ ব্যারিকেডের উপর উঠে পড়েন ৷ ব্যারিকেড টপকেই সেখানে প্রবেশের চেষ্টা করেন ৷ এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
কারণ, সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে যে পুলিশ সেখানে কৃষকদের আটকানোর চেষ্টা করছে ৷ যদিও পরে পরিস্থিতি শান্ত হয় ৷ দিল্লি পুলিশের তরফে এই নিয়ে ভুয়ো খবরে বিশ্বাস না করার জন্য আর্জি জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, কুস্তিগীররা গত 23 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেন ৷ তাঁদের অভিযোগ, ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হেনস্তায় অভিযুক্ত ৷ তাঁকে গ্রেফতার করতে এবং ওই পদ থেকে সরাতে হবে ৷ তাঁদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন কৃষকরা ৷ সেই কারণেই কৃষক নেতারা-সহ বহু কৃষক সেখানে হাজির হয়েছিলেন ৷
এই ইস্যুতে আগেই বিজেপি বিরোধী দলগুলি সরব হয়েছে ৷ টুইট করে কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যন্তর মন্তরের ধরনাস্থলে গিয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা দেশের কিংবদন্তী অ্যাথলিট পিটি ঊষাও ৷
আরও পড়ুন:কুস্তিগীরদের সমর্থনে দিল্লিতে ‘সংযুক্ত কিষাণ মোর্চা’, নিরাপত্তায় আধাসেনা ও পুলিশ