পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষক সংগঠনের ডাকে 8 ডিসেম্বর ভারত বনধ - Bharat Bandh on December 8

কৃষক বিক্ষোভ
কৃষক বিক্ষোভ

By

Published : Dec 4, 2020, 5:52 PM IST

Updated : Dec 4, 2020, 6:52 PM IST

17:46 December 04

দিল্লি, 4 ডিসেম্বর : আগামীকাল ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল । কিন্তু তার আগেই কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা ভারত বনধের ডাক দিলেন । এছাড়াও তাদের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে । 

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে মাস কয়েক ধরেই কৃষকরা দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ কয়েকদিন আগে বিশাল মিছিল করে পঞ্জাব, হরিয়ানার কৃষকরা দিল্লি আসেন ৷ গতকালই কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কৃষক সংগঠনের সদস্যরা ৷  

8 ডিসেম্বরের বনধের অংশ হিসেবে হাইওয়ে টোল গেটগুলিতে অবরোধ করবেন কৃষকরা ৷ সরকারকে কোনও প্রকার টোল আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা ৷ আন্দোলনরত কৃষক সংগঠনের এক নেতা হরিন্দর সিং লোখওয়াল বলেন,‘‘আমাদের আন্দোলনে আরও লোক সামিল হবেন ৷’’  

কৃষক সংগঠনের তরফে বলা হয়েছে, সরকারের সঙ্গে তাদের আলোচনায় তারা তিনটি আইন-ই প্রত্যাহারের দাবি জানিয়েছে ৷ কিন্তু সরকার আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে । যাতে চিড়ে ভেজেনি । 

Last Updated : Dec 4, 2020, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details