পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনে পরিযায়ীদের পাশে কৃষকরা, খাবার প্যাক করছেন টিকায়েত - পরিযায়ী শ্রমিক

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন কৃষকরা ৷ কৃষক নেতা রাকেশ টিকায়েত খাবার প্যাক করে পরিযায়ী শ্রমিকদের কাছে তা পৌঁছে দিচ্ছেন ৷

farmers arranging food packets for migrant workers, says rakesh tikait
লকডাউনে পরিযায়ীদের পাশে কৃষকরা, খাবার প্যাক করছেন টিকায়েত

By

Published : Apr 21, 2021, 1:25 PM IST

নয়াদিল্লি, 21 এপ্রিল: দিল্লিতে চলছে 6 দিনের লকডাউন ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লকডাউন ঘোষণার দিনই পরিযায়ী শ্রমিকদের রাজধানী না-ছাড়ার জন্য আবেদন করেছিলেন ৷ তবে তাতে ভরসা করতে পারেননি ভিন রাজ্যের শ্রমিকরা ৷ গত বছরের ভয়াবহ স্মৃতি উসকে দিয়েছে তাঁদের আতঙ্ক ৷ দলে দলে দিল্লি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে হাজার হাজার শ্রমিকের ৷ এই অবস্থায় তাঁদের পাশে দাঁড়ালেন কৃষকরা ৷ বাড়ি ফেরার পথে তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করেছে কৃষক সংগঠনগুলি ৷ আর এই উদ্যোগে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে কৃষক সংগঠন ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইতকে ৷

কেন্দ্রের আনা তিন কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে চলা কৃষকদের আন্দোলনের পুরোভাগে ছিলেন রাকেশ টিকাইত ৷ সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করা, কৃষক আন্দোলনের কৌশল ঠিক করা-সহ বিভিন্ন ক্ষেত্রে বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি ৷ এমনকী রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাতে বঙ্গেও এসেছেন ৷ এ বার সেই কৃষক নেতা করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছেন ৷

করোনার প্রথম আগমণে যাঁদের দুর্দশা চরমে উঠেছিল, তাঁদের মধ্যে অন্যতম পরিযায়ী শ্রমিকরা ৷ দেশজুড়ে লকডাউন ঘোষণার পর নিজেদের বাড়ি ফিরতে কালঘাম ছুটে গিয়েছিল লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের ৷ বাস নেই, ট্রেন নেই, কাজ নেই, পেটে খাবারও নেই ৷ এই অবস্থায় কেউ হেঁটে, কেউ ট্রাকে চড়ে বাড়ি ফেরেন ৷ অনেকে পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

আরও পড়ুন:আইএসআই-এর সঙ্গে কথা, বিরোধীদের সঙ্গে কেন নয় ; কেন্দ্রকে তোপ প্রিয়াঙ্কার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ফের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে ৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় লকডাউন, কড়া বিধিনিষেধ, নাইট কার্ফু জারি হয়েছে ৷ 6 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে দিল্লিতে ৷ যদিও পরিযায়ী শ্রমিকদের দিল্লি ছেড়ে না-যাওয়ার জন্য অনুরোধ করেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে গত বছরের স্মৃতি এখনও টাটকা ৷ তাই কোনও ঝুঁকি না-নিয়ে বাড়ি ফিরতে মরিয়া অনেকেই ৷ তাঁদের যাতে আর আগের মতো অভিজ্ঞতার সম্মুখীন হতে না-হয়, সে জন্য তাঁদের পাশে দাঁড়িয়েছে কৃষক সংগঠনগুলি ৷ খাবার তৈরি করে প্যাকিং করে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের হাতে তা তুলে দেওয়া হচ্ছে ৷ রাকেশ টিকায়েত সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "খাবারের অভাবের ভয়ে কোনও প্রবাসী ভাই পালাবেন না ৷ খাবারের সব ব্যবস্থা করছে দিল্লির সব কৃষক মোর্চা ৷ যে প্রবাসী শ্রমিকরা বাড়ি ফিরছেন, খাবার প্যাক করে তাঁদের কাছে পাঠানো হচ্ছে ৷"

কৃষকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা ৷ পরিযায়ীদের দুর্দশার ছবি যাতে আর না-দেখতে হয়, সেই প্রার্থনাই করছে গোটা দেশ ৷

ABOUT THE AUTHOR

...view details