কলকাতা, 5 ফেব্রুয়ারি: "আমরা কৃষকদের আয় দ্বিগুণ করতে চাই, যার প্রভাব পড়বে দেশের জিডিপিতে ৷ নতুন কৃষি আইন সেই পথের দিশা দেবে ৷ আমি হাউজ় ও দেশের কৃষকদের জানাতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের উন্নতিকল্পে প্রতিজ্ঞাবদ্ধ ৷" সংসদে বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ৷
কৃষিমন্ত্রী জানান, কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে, যা কৃষি খরচের 50 শতাংশ বেশি ৷ এছাড়াও কৃষি পরিকাঠামোর উন্নতির জন্য 1 লাখ কোটি টাকার অমৃতসর প্যাকেজ গ্রহণ করা হয়েছে ৷ নরেন্দ্র সিং তোমার এদিন অভিযোগ করেন, নতুন কৃষি আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেবে অন্যরা, এমন কথা বলে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে ৷" তিনি বলেন, "আমি বলছি, নতুন আইনে এমন কোনও সম্ভাবনা নেই ৷"