দিল্লি, 2 ফেব্রুয়ারি : দেশজুড়ে পথ অবরোধের ডাক দল কৃষক সংগঠনগুলি । তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আগামী শনিবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি তিন ঘণ্টার জন্য "চাক্কা জ্যাম" করা হবে বলে জানিয়েছে ভারতীয় কিষান মোর্চার সভাপতি বলবীর সিং রাজেওয়াল ।
সংযুক্ত কিষান মোর্চার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 6 ফেব্রুয়ারি তিন ঘণ্টার জন্য, বেলা 12 টা থেকে দুপুর তিনটে পর্যন্ত দেশের জাতীয় ও রাজ্য সড়কগুলিতে "চাক্কা জ্যাম" কর্মসূচি নেওয়া হয়েছে । তিনি আরও জানান, কৃষি আইন বাতিলের দাবিতেই শুধু নয়, দিল্লিজুড়ে দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে তাঁরা এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে । সেইসঙ্গে তাদের দাবি, কেন্দ্রের বাজেট কৃষক স্বার্থবিরোধী । বাজেটে কর্পোরেট সংস্থা বিশেষ গুরুত্ব পেয়েছে ।
কৃষক নেতা আরও বলেন, "সংযুক্ত কিষান মোর্চা একটি কমিটি গঠন করেছে । 26 জানুয়ারি ট্র্য়াক্টর ব়্য়ালির দিন দিল্লি পুলিশের তরফে যে 128 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের আইনি সাহায্য প্রদানের জন্য এই কমিটি গঠন করা হয়েছে । কমিটিতে তিনজন আইনজীবী রয়েছেন ।"