পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জলের তোড়ে ভেসে গেল গবাদি পশু! তিরুনেলভেলিতে 39 ঘণ্টা গাছের ডালে কাটালেন প্রৌঢ় - Tamil Nadu Heavy rainfall

Farmer spends 39 hours sitting on a tree: ভারী ও লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলি ৷ মানুষ কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে ৷ এর মধ্যে তিরুনেলভেলিতে একটি গাছে বসে রইলেন এক প্রৌঢ় ৷ পরে তাঁকে উদ্ধার করা হয় ৷

ETV Bharat
ঘণ্টার পর ঘণ্টা গাছেই কাটালেন প্রৌঢ়

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 2:43 PM IST

39 ঘণ্টা গাছে কাটানোর পর প্রৌঢ়কে উদ্ধার করল এসডিপিআইয়ের উদ্ধারকারী দল

তিরুনেলভেলি, 20 ডিসেম্বর: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চল ৷ 17 ডিসেম্বর রাত থেকে ভারী বৃষ্টিতে রাজ্যের দক্ষিণের জেলাগুলি ভেসে গিয়েছে ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিরুনেলভেলির বাসিন্দারা ৷ সেখানে মানুষ ঘর থেকেই বেরোতে পারছেন না ৷ এরই মধ্যে এক প্রৌঢ় দীর্ঘ 39 ঘণ্টা গাছে বসে কাটালেন ৷ খাবার ছাড়া, না-ঘুমিয়ে গাছে ছিলেন তিনি ৷ তাঁর বয়স 72 বছর ৷ তাঁকে উদ্ধার করে সোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সদস্যরা ৷

তিরুনেলভেলির পাতামাডাইয়ের কাছে কোলুমান্দাই গ্রামের বাসিন্দা চেল্লিহা ৷ বাগান, জমিই তাঁর বাড়িঘর ৷ তাঁর অনেকগুলি গবাদিপশুও রয়েছে ৷ 17 ডিসেম্বর ভারী বৃষ্টিতে কাছাকাছি খালটি উপচে পড়ে ৷ চেল্লিহার চাষের জমিতে জল ঢুকে যায় ৷ তাঁর গবাদি পশুগুলি জলের তোড়ে ভেসে যায় ৷ ঘটনায় তিনি স্তব্ধ হয়ে যান ৷

কী করে তাদের উদ্ধার করবেন, তা ভেবে কূলকিনারা করে উঠতে পারছিলেন না চেল্লিহা ৷ উ তিনি কাছাকাছি একটি গাছে চড়ে বসেন ৷ চারদিকে শুধুই জল আর জল ৷ এভাবেই টানা 39 ঘণ্টা গাছেই কাটান ওই প্রৌঢ় ৷ সেখানে না তো খেতে পেয়েছেন আর না ঘুমিয়েছেন ৷ তাঁর ছেলে জানিয়েছে, এই সময় সোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআই-এর একটি প্রশিক্ষিত উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে ৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধারকার্য চলে ৷ এরপর তাঁকে প্লাবিত এলাকা থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন উদ্ধারকারীরা ৷

রাজ্যের এই বন্যা পরিস্থিতির তদারকি করছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ৷ তিরুনেলভেলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখন কিছুটা স্বাভাবিক হয়েছে ৷ তবে থুথুকুড়ির পরিস্থিতি আরও খারাপ ৷ সেখানে বিমান ওঠানামাও বন্ধ এখন ৷ জলমগ্ন বিস্তীর্ণ এলাকা ৷ বহু জায়গায় নেই বিদ্যুৎ সংযোগ ৷

আরও পড়ুন:

  1. ভারী বৃষ্টিপাতে জলমগ্ন দক্ষিণ তামিলনাড়ু, বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজে ভারতীয় সেনা
  2. তামিলনাড়ুর দক্ষিণ অংশে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল বন্দে ভারত-সহ বহু ট্রেন
  3. ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত তামিলনাড়ুর পাশে থাকার বার্তা মমতার; ত্রাণ তহবিল চেয়ে মোদিকে চিঠি স্টালিনের

ABOUT THE AUTHOR

...view details