পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের নয়া কৃষি আইন কৃষিক্ষেত্রে সম্ভাবনাময়, বলছে আইএমএফ

আন্দোলনকারী কৃষকরা সরাসরি আইন প্রত্য়াহারের দাবিতেই অনড় থাকায় একের পর এক আলোচনা ব্যর্থ হচ্ছে ৷ আর এ প্রসঙ্গে আইএমএফের কমিউনিকেশন অধিকর্তা গ্য়ারি রাইস বলেন, ‘‘ভারতে কৃষিক্ষেত্রে প্রভূত উন্নতির জন্য় নয়া এই আইন খুবই সম্ভাবনাময় ৷’’

farmer-protests-indias-farm-laws-significant-step-but-protect-those-affected-says-imf
নয়া কৃষি আইনের সমর্থনে মতপ্রকাশ ইন্টারন্য়াশনাল মনিটরিং ফান্ডের

By

Published : Jan 15, 2021, 1:01 PM IST

দিল্লি, 15 জানুয়ারি : ভারতের নয়া কৃষি আইন এদেশে কৃষিক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য় সম্ভাবনাময় একটি পদক্ষেপ ৷ এমনই মনে করছে ইন্টারন্য়াশনাল মানিটারি ফান্ড ৷ তবে এই আইনের ফলে যে পরিবর্তন আসবে, তাতে যাঁরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, তাঁদের সুরক্ষার ব্য়বস্থাও করা দরকার ৷

আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের নবমবার আলোচনায় বসার দিনেই আইএমএফের এই বক্তব্য় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কৃষি আইন নিয়ে এই আলোচনায় সমাধান সূত্র বের করার চেষ্টা চালাবে কেন্দ্রীয় সরকার ৷ তবে, আন্দোলনকারী কৃষকরা সরাসরি আইন প্রত্য়াহারের দাবিতেই অনড় থাকায় একের পর এক আলোচনা ব্যর্থ হচ্ছে ৷ আর এ প্রসঙ্গে আইএমএফের কমিউনিকেশন অধিকর্তা গ্য়ারি রাইস বলেন, ‘‘ভারতে কৃষিক্ষেত্রে প্রভূত উন্নতির জন্য় নয়া এই আইন খুবই সম্ভাবনাময় ৷’’

আরও পড়ুন : "কৃষকরা কী চান, তা তাঁরা নিজেরাই জানেন না", কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য হেমা মালিনীর

পাশাপাশি তিনি বলেন, ‘‘এই আইনের ফলে কৃষকরা সরাসরি ব্য়বসায়ীদের সঙ্গে যুক্ত হতে পারবেন৷ এতে করে মধ্য়পন্থীদের সরিয়ে কৃষকরা ফসলের সর্বোচ্চ দাম পাবেন ৷’’ তবে রাইস মনে করেন, এই বিশাল পরিবর্তনের ফলে যে সব কৃষক সবচেয়ে বেশি সমস্য়ায় পড়বেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details