গাজিয়াবাদ, 5 ডিসেম্বর: ফের প্রাণে মারার হুমকি দেওয়া হল কৃষক নেতা রাকেশ টিকায়েতকে (farmer leader Rakesh Tikait again gets threat call) ৷ জানা গিয়েছে, ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে কৃষক আন্দোলনের অন্যতম মুখ এই নেতাকে ৷ রাকেশ টিকায়েতের নিরাপত্তারক্ষীর কাছে এই ফোন এসেছিল ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে গাজিয়াবাদের কৌশম্বী থানায় ৷ এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কৃষক সংগঠন বিকেইউ-এর এই নেতাকে ৷
এই হুমকি ফোন কোথা থেকে এসেছিল বা কারে করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পরীক্ষা করে দেখা হচ্ছে রাকেশ টিকায়েতের কল রেকর্ড ৷ যে নম্বর থেকে এই হুমকি ফোন এসেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে ৷